এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > Big Breaking রন শুরু হওয়ার আগেই ভঙ্গ দিলেন রন্তিদেব, প্রার্থীপদ প্রত্যাখ্যানের আর্জি!

Big Breaking রন শুরু হওয়ার আগেই ভঙ্গ দিলেন রন্তিদেব, প্রার্থীপদ প্রত্যাখ্যানের আর্জি!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – 2021 সালের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে এখন শাসক-বিরোধী সব শিবিরের সাজোসাজো রব। শুধুমাত্র রাজ্যের সংবাদপত্র গুলোর কাছেই নয়, সর্বভারতীয় তথা আন্তর্জাতিক সংবাদমাধ্যমের কাছে এখন আলোচনার বিষয়বস্তু পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। আর এই নির্বাচনে ভারতীয় জনতা পার্টির সঙ্গে সরাসরি যে সংঘাত হতে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের, এই বিষয়ে সংশয় নেই কোনো পক্ষের মনেই।

ইতিমধ্যেই সবার আগে 291 টি বিধানসভা কেন্দ্রে প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাতে করে প্রস্তুতির দিক থেকে অনেকটাই এগিয়ে গেছে তৃণমূল কংগ্রেস। তবে প্রার্থী ঘোষণা যতই আগে হোক না কেন, পথ কিন্তু কুসুমরঞ্জিত ছিল না। রীতিমতো কণ্টকাকীর্ণ পথেই চলতে হয়েছে রাজ্যের শাসক দলকে।

বিশেষত, তালিকা প্রকাশের পরই দেখা গেছে জেলায় জেলায় বিক্ষোভ। আরও চমক দিয়ে দেখা গেছে, তৃণমূলের প্রার্থী তালিকায় থাকা সরলা মুর্মুর ভারতীয় জনতা পার্টিতে যোগদান। যা রীতিমত নাজেহাল করেছে রাজ্যের শাসক শিবিরকে। আর সেই সময় যে ভারতীয় জনতা পার্টির মুখে চোরা হাসি দেখা গিয়েছিল, আজ বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পরে কাছাকাছি একই অস্বস্তিতে পড়তে চলেছে রাজ্যের প্রধান বিরোধী দল তথা কেন্দ্রের শাসকদল ভারতীয় জনতা পার্টি।

বস্তুত, আজ রবিবার বিজেপির কেন্দ্রীয় দপ্তর থেকে সাংবাদিক সম্মেলন করে প্রার্থী তালিকা ঘোষণা করেন বিজেপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অর্জুন সিংহ। আর তারপরেই সেই প্রার্থী তালিকায় দেখা যায় একের পর এক চমক। ফিল্মস্টার থেকে শুরু করে সাংসদ, পূর্ব মন্ত্রী থেকে শুরু করে বুদ্ধিজীবি মহলের বিশেষ ব্যক্তিত্বরা, অনেকেই স্থান পেয়েছে বিজেপির প্রার্থী তালিকা। এই তালিকাকে যেমন অনেকে মাস্টার স্ট্রোক বলে অভিহিত করছে, অন্যদিকে তেমনই বিশিষ্ট সাংবাদিক তথা বুদ্ধিজীবি মহলের একজন রন্তিদেব সেনগুপ্তের মন্তব্য নিয়ে রীতিমত অস্বস্তি বাড়ছে গেরুয়া শিবিরের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এমনিতেই বিজেপির যে কোনো আসনেই প্রার্থী হতে চাওয়া নিয়ে দাবিদারের সংখ্যা কম নেই। কিন্তু সবদিক বিচার বিবেচনা করে জিততে পারেন এমন লোককেই প্রার্থীদের করা হচ্ছে বলে মত বিশেষজ্ঞদের। তাই অনেক বিচার বিবেচনা করার পরেই যে রন্তিদেব সেনগুপ্তের মত বিশিষ্টজনকে বিজেপির প্রার্থী করা হয়েছে, এই বিষয়ে কোনো সংশয় নেই। এই প্রস্তাব অনেকের কাছেই আপ্লুত হওয়ার কারণ হলেও, গেরুয়া শিবিরের প্রার্থী তালিকায় নিজের নাম থাকা সত্ত্বেও খুশি হতে দেখা যাচ্ছে না বর্ষীয়ান সাংবাদিক রন্তিদেব সেনগুপ্তকে। উল্টে তার তরফ থেকে প্রার্থীপদ প্রত্যাখ্যান করার মত প্রস্তাব আসায় এখন কপালে চিন্তার ভাঁজ পড়তে শুরু করেছে বঙ্গ বিজেপির দায়িত্বপ্রাপ্ত নেতা নেত্রীদের।

প্রসঙ্গত উল্লেখ্য, আজ বিজেপির পক্ষ থেকে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। যেখানে হাওড়া দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিসেবে রন্তিদেব সেনগুপ্তের নাম ঘোষণা করা হয়েছিল। আর তারপরেই এই ব্যাপারে মুখ খুলতে দেখা যায় বিশিষ্ট সাংবাদিককে। তিনি বলেন, “আমাকে না জিজ্ঞেস করেই নাম ঘোষণা করা হয়েছে। ভোটে লড়তে চাই না। প্রচারে থাকতে চাই।” আর এখানেই উঠছে প্রশ্ন। যেখানে বাংলায় এবারের নির্বাচনে প্রার্থীপদ না পেয়ে তৃণমূল থেকে বিজেপি, দুই শিবিরেই দলত্যাগের হিড়িক পড়ে গেছে, উদাহরণস্বরূপ, সোনালী গুহ থেকে শুরু করে সুজাতা খাঁ।

দুই জায়গাতেই লক্ষ্য করা গেছে, নিজের দলের প্রার্থীপদে সুবিধা করতে পারবে না জেনে দলত্যাগ করেছেন হেভিওয়েট নেতৃত্বরা। তাই সেখানে প্রার্থীপদ পাওয়ার পরেও কেন রন্তিদেববাবুর এহেন মন্তব্য? একপক্ষ যেমন বলছেন, রাজনীতিতে ভিন্ন ভিন্ন কারণে মানুষ যোগদান করেন। কেউ বা প্রচার করে নিজের দলকে জেতাতে চায়, কেউ বা সরাসরি জনপ্রতিনিধি হয়ে জনগণের কাজে কর্মে তাদের সহযোগিতা করতে চায়। তাই রন্তিদেববাবু যদি জনপ্রতিনিধি না হয়ে প্রচারক হিসেবে কাজ করতে চান, তাহলে সেক্ষেত্রে আশ্চর্যের কিছু নেই।

আবার আর এক পক্ষের মতে, এবারের বিধানসভা নির্বাচনে রাজ্যবাসী সরলা মুর্মুর ঘটনা লক্ষ্য করেছে। যিনি শাসকদলের প্রার্থীপদ প্রত্যাখ্যান করে বিরোধী শিবিরে নাম লিখিয়েছেন। রন্তিদেববাবুর ঘটনাও একই পথে এগোবে না তো! যে যাই বলুন না কেন, জল্পনা কিন্তু জিইয়েই রাখছেন বিশেষজ্ঞরা। তাই আগামী দিনে রন্তিদেব সেনগুপ্তকে নিয়ে বিজেপির ভাগ্যাকাশে দুর্যোগের ঘনঘটা দেখা যায় কিনা, সেদিকেই লক্ষ্য থাকবে সকলের।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!