এখন পড়ছেন
হোম > অন্যান্য > Big Breaking, সাহিত্য জগতে বড়সড় ইন্দ্রপতন, চির বিদায় নিলেন মহান স্রষ্টা

Big Breaking, সাহিত্য জগতে বড়সড় ইন্দ্রপতন, চির বিদায় নিলেন মহান স্রষ্টা


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ সকালে অনন্তলোকে পাড়ি দিলেন হাদাভোদা, নন্টে-ফন্টে, বাটুল দি গ্রেটের স্রষ্টা নারায়ন দেবনাথ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৭বছর। গত কয়েকদিন ধরেই গুরুতর অসুস্থ ছিলেন তিনি। আজ সকাল দশটা বেজে পনের মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। তাঁর জন্ম ১৯২৫ সালে শিবপুরে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গত ২৪ সে ডিসেম্বর একাধিক সমস্যা নিয়ে বেলভিউ হাসপাতালে ভর্তি হয়েছিলেন নারায়ণ দেবনাথ। তিনি করোনা আক্রান্ত ছিলেন না। তবে কিডনির সমস্যা, ব্লাড সুগারের মত সমস্যা ছিল তাঁর। মূলত বার্ধক্য জনিত সমস্যায় তিনি পীড়িত ছিলেন। কিছুদিন আগে শয্যাশায়ী অবস্থাতেই তাঁর হাতে পদ্মশ্রী পুরস্কার তুলে দেওয়া হয়েছিল।

গত শনিবার থেকেই তাঁর অবস্থা আশঙ্কাজনক হতে শুরু করে। তাঁকে ভেন্টিলেশন দেওয়া হয়েছিল। কিন্তু পরিস্থিতি ক্রমশ খারাপ হতে শুরু করে। চিকিৎসকদের একটি বিশেষ দল তাঁর চিকিৎসা করছিলেন। আজ সকালে তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হয়ে পড়ে। এরপর সকাল দশটা বেজে পনের মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বাংলার সাহিত্য তথা কার্টুন জগতে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!