এখন পড়ছেন
হোম > জাতীয় > Big Breaking, সংক্রমণ বৃদ্ধিতে বাতিল হলো বোর্ড পরীক্ষা

Big Breaking, সংক্রমণ বৃদ্ধিতে বাতিল হলো বোর্ড পরীক্ষা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – চলতি বছরের আগামী ৪ ঠা মে থেকে সিবিএসইর দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু করোনা সংক্রমণ সম্প্রতি মাত্রাছাড়া ভাবে বৃদ্ধি পাওয়ায় আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ও বেশকিছু শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছিলেন। বৈঠকের পর সিবিএসইর দশম শ্রেণির বোর্ড পরীক্ষা বাতিল ও দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়া হলো।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

চলতি বছরে সিবিএসইর দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার রুটিন ঘোষণা করা হয়েছিল গত ফেব্রুয়ারি মাসে। কিন্তু সে সময়ে করোনা সংক্রমণ যথেষ্ট কম ছিলো। সম্প্রতি, যা ভয়াবহভাবে বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘণ্টায় প্রায় ১ লক্ষ ৮৫ হাজার মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। এই পরিস্থিতিতে একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব সিবিএসইর পরীক্ষা বাতিল করার আবেদন জানিয়েছিলেন। এরপর আজ পরীক্ষা বাতিল করা হলো।

আজ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল, সিবিএসই বোর্ডের শীর্ষ কর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক চলে। এরপরই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। জানানো হয়েছে, দশম শ্রেণির পরীক্ষার ফল বোর্ডের তৈরি মাপকাঠি অনুযায়ী নির্ধারণ করা হবে। দ্বাদশ শ্রেণীর পরীক্ষা পরে নেওয়া হবে। আগামী ১ লা জুন করোনা পরিস্থিতি লক্ষ্য করে দ্বাদশ শ্রেণির পরীক্ষার ব্যাপারে আলোচনায় বসবে সিবিএসই বোর্ড। তখন পরীক্ষার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হতে পারে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!