এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > Big Breaking, সারদাকাণ্ডের তদন্তে এবার ইডির তলব মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ উচ্চপদস্থ কর্তাকে

Big Breaking, সারদাকাণ্ডের তদন্তে এবার ইডির তলব মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ উচ্চপদস্থ কর্তাকে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যে একাধিক দুর্নীতি ও কেলেঙ্কারির তদন্ততে নেমেছে সিবিআই ও ইডি। রাজ্যের বিভিন্ন হেভিওয়েটকে তলব করা হচ্ছে সিবিআই ও ইডি র দপ্তরে। এবার সারদা মামলার তদন্তে ইডির নোটিস পাঠানো হলো রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা সুরজিৎ কর পুরকায়স্থকে।

রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা সুরজিৎ কর পুরকায়স্থকে আগামী ২৫ সে মার্চ সিজিও কম্প্লেক্স ইডির দপ্তরে উপস্থিত হওয়ার নির্দেশ দেয়া হল। ইতিপূর্বে সারদাকাণ্ডের তদন্তে সিবিআই জিজ্ঞাসাবাদ করেছিল তাঁকে। সে সময় তাঁর বক্তব্য রেকর্ডও করা হয়েছিল। তবে এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদের জন্য ইডির সম্মুখীন হননি তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সম্প্রতি, সারদা কাণ্ডের তদন্তে ইডির হাতে এক নতুন সিডি এসে পৌঁছেছে। যেখানে দেখা গেছে যে, সারদার একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন সুরজিৎ কর পুরকায়স্থ। এই অনুষ্ঠানে কেন উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন ডিজি সুরজিৎ কর পুরকায়স্থ? সে বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পারেন ইডির আধিকারিকেরা।

ইডি সূত্রে জানা গেছে যে, সারদার একাধিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন ডিজি সুরজিৎ কর পুরকায়স্থ। সারদার সঙ্গে কোনো আর্থিক লেনদেনে তিনি জড়িত ছিলেন কিনা? সে বিষয়ে জানতে তাঁকে ইডির দপ্তরে তলব করা হয়েছে। অন্যদিকে প্রাক্তন আইপিএস অফিসার রজত মজুমদারকেও ইডির নোটিশ পাঠানো হয়েছে। তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আগামী ২৪ সে মার্চ।

প্রসঙ্গত, গোয়েন্দা সূত্রের খবর, সারদা মামলার তদন্ত পৌঁছে গেছে শেষ পর্যায়ে। সারদায় রাজ্যের একাধিক হেভিওয়েট নেতা জড়িত থাকার অভিযোগ করছেন গোয়েন্দারা। সারদার টাকা শেষ পর্যন্ত কোথায় গিয়ে পৌঁছেছে? এই বিষয়গুলির তদন্ত চলছে। কিভাবে এই টাকার হাতবদল হয়েছে? সে বিষয়েও তদন্ত করা হচ্ছে। আর সেখানেই একের পর এক হেভিওয়েটের নাম উঠে আসছে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!