এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > Big Breaking, সারদাকাণ্ডে বিরাট বিপাকে তৃণমূলের হেভিওয়েট নেতা ও নেত্রী

Big Breaking, সারদাকাণ্ডে বিরাট বিপাকে তৃণমূলের হেভিওয়েট নেতা ও নেত্রী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যে একেবারে ভোটের মুখে সক্রিয় হয়ে উঠেছে সিবিআই ও ইডি। কয়লা পাচার, গরু পাচার সহ নানা আর্থিক কেলেঙ্কারির তদন্ত চলছে তীব্র গতিতে। যার মধ্যে অন্যতম হলো সারদা চিট ফান্ড কেলেঙ্কারি। আজ সারদা কেলেঙ্কারিতে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ ও তৃণমূল সাংসদ শতাব্দী রায়ের ৩ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করে নিল ইডি। ইডির এই পদক্ষেপে একেবারে ভোটের মুখে তীব্র অস্বস্তিতে রাজ্যের শাসক দল তৃণমূল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, সারদা কেলেঙ্কারির তদন্ত অনেকদূর পর্যন্ত এগিয়ে গেছে। এ বিষয়ে তদন্তে একধিক নতুন তথ্য হাতে এসেছে সিবিআই ও ইডির। এরপর একাধিক প্রভাবশালীকে জিজ্ঞাসাবাদ চলছে। কিছুদিন আগেই তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তিনি সারদার কাছ থেকে নেওয়া ২ কোটি ৬৭ লাখ টাকা ফেরত দিতে চেয়েছিলেন। কুনাল ঘোষ এর আবেদন মঞ্জুর করে ইডি। এরপর সে টাকা ফেরত দিয়েছেন তিনি।

আজ আবার তাঁর সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। তাঁর সঙ্গে সঙ্গেই তৃণমূল সাংসদ শতাব্দি রায়েরও সম্পত্তি বাজেয়াপ্ত করলো ইডি। তাঁরা দুজনেই সারদার কাছ থেকে বিরাট অংকের টাকা নিতেন। জানা গেছে, বেতন ও বিজ্ঞাপন বাবদ সারদা সংস্থা থেকে বিপুল অর্থ পেতেন কুনাল ঘোষ। অন্যদিকে সারদার ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন শতাব্দী রায়। তিনিও সেখান থেকে তিনি বিরাট অংকের অর্থ পেতেন। আজ তাঁদের প্রায় ৩ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করে নিলো ইডি।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!