Big Breaking সাত সকালে চিন্ময় কৃষ্ণ প্রভুকে নিয়ে বড় খবর! হঠাৎ কি হলো? জেনে নিন! আন্তর্জাতিক রাজনীতি January 14, 2025 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-দীর্ঘদিন ধরে জেলবন্দী রয়েছেন চিন্ময় কৃষ্ণ প্রভু। তার শারীরিক অবস্থা নিয়েও চিন্তায় রয়েছেন হিন্দু সনাতনীরা। বারবার করে আদালতে সুবিচার পাওয়ার আশা থাকলেও, যেভাবে শুনানি পিছিয়ে গিয়েছে, তা নিয়ে হতাশ সকলে। তবে এবার সাত সকালে সেই চিন্ময় কৃষ্ণ প্রভুকে নিয়ে সামনে এলো বড় খবর। সূত্রের খবর, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সোমবার চিনময় কৃষ্ণ প্রভুর যে জামিনের আবেদন, তার শুনানি হবে। মূলত, বারবার করে তার জামিনের আবেদনের শুনানি হওয়ার কথা থাকলেও, বিভিন্ন সময় তা পিছিয়ে গিয়েছে। যার ফলে সকলেই হতাশ। তাই এই পরিস্থিতিতে আগামী সোমবার এই জামিনের আবেদনের শুনানি হবে, এই খবর সামনে আসার পর থেকেই রীতিমত আশাবাদী হিন্দু সনাতনীরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের। আপনার মতামত জানান -