এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > Big Breaking, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার নির্ঘন্ট নিয়ে বিশেষ ঘোষণা

Big Breaking, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার নির্ঘন্ট নিয়ে বিশেষ ঘোষণা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এ বছর প্রায় ১২ লক্ষ পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছে প্রায় ৯ লক্ষ পরীক্ষার্থী। কিন্তু করোনা সংক্রমনের কারণে এখনো পর্যন্ত পরীক্ষা নেওয়া সম্ভব হয়ে ওঠেনি। কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, জুলাইয়ের শেষ সপ্তাহে উচ্চ মাধ্যমিক পরীক্ষা ও আগস্ট এর দ্বিতীয় সপ্তাহে মাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে। আজ এই দুই পরীক্ষার সময়সূচি ঘোষণা হওয়ার কথা জানানো হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে পিছিয়ে গেল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ ঘোষণা।

আজ দুপুর দুটোর সময় মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে একযোগে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচি ঘোষণার কথা জানানো হয়েছিল। তবে, আজ সকালে জানানো হলো, আপাতত এই ঘোষণা স্থগিত রাখা হচ্ছে। শিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে, পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নিতে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে। পরীক্ষা হলে স্বাস্থ্যবিধি মেনে কিভাবে পরীক্ষা নেওয়া যায়? যদি পরীক্ষা না নেওয়া যায় তবে কিভাবে ছাত্র-ছাত্রীদের মূল্যায়ন করা হবে? এ সমস্ত বিষয়ে বিশেষজ্ঞ কমিটি আগামী ৭২ ঘণ্টার মধ্যে সরকারকে রিপোর্ট দিতে চলেছে। এই রিপোর্ট পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ গ্রহণের সম্ভাবনা রয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অনেকে আবার এটাও বলছেন যে, রাজ্যের শিক্ষা দপ্তরের সঙ্গে যুক্ত আধিকারিকেরা সর্বভারতীয় পরীক্ষাগুলির সময়সূচি দেখে তবেই এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করতে চাইছেন। আবার আগামী চৌঠা জুন সুপ্রিমকোর্টে দ্বাদশ শ্রেণির পরীক্ষার মামলার শুনানি রয়েছে। তাই সমস্ত কিছু দেখে পদক্ষেপ নিতে চাইছে রাজ্য শিক্ষা দপ্তর। পরীক্ষার দিন কবে ঘোষণা করা হবে? তা এখনও জানানো হয়নি। এ বিষয়ে পরে জানানো হবে।

এদিকে, গত ১৭ ই মে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে, এ বছর তিন ঘণ্টার পরিবর্তে দেড় ঘন্টাতে পরীক্ষা নেয়া হবে। উচ্চমাধ্যমিকে ১৫ টি আবশ্যিক বিষয়ের পরীক্ষা নেয়া হবে, মাধ্যমিকে ৭ টি মূল বিষয়ের পরীক্ষা নেয়া হবে। বাকি বিষয়গুলিতে স্কুলের পরীক্ষার ভিত্তিতে নম্বর দেয়া হবে। পরীক্ষার্থীরা নিজেদের স্কুলে গিয়ে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা দিতে পারবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!