এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > Big Breaking শোকজের পরেই হুংকার, এবার মমতাকেই চাপে ফেলে দিলেন তৃণমূল বিধায়ক!

Big Breaking শোকজের পরেই হুংকার, এবার মমতাকেই চাপে ফেলে দিলেন তৃণমূল বিধায়ক!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সাম্প্রতিককালে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রশাসনে আনা উচিত বলে লাগাতার মন্তব্য করেই চলেছিলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। আর একের পর এক বিতর্কিত মন্তব্য প্রকাশ্যে করার কারণে তিনি যে দলের রোষের মুখে পড়বেন, তা স্পষ্ট হয়ে গিয়েছিল সকলের কাছেই। অবশেষে আজ বিধানসভার পরিষদীয় দলের বৈঠকে হুমায়ুন কবীরকে শোকজ করার সিদ্ধান্ত নেওয়া হয়। আর সেই খবর পেয়েই আরও বড় হুংকার দিয়ে বসেন এই তৃণমূল বিধায়ক। যেখানে নিজের মন্তব্যের মধ্যে দিয়ে কার্যত নেত্রীকেই অস্বস্তের মুখে ফেলে দিলেন তিনি বলেই মনে করছেন একাংশ।

সূত্রের খবর, এদিন বিধানসভায় তৃণমূলের পরিষদীয় দলের বৈঠকে একের পর এক বিতর্কিত মন্তব্য করবার জন্য ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরকে শোকজ করার সিদ্ধান্ত নেওয়া হয়। আর সেই খবর পেয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিস্ফোরক মন্তব্য করেন এই তৃণমূল বিধায়ক। হুমায়ুনবাবু বলেন, “রাজনীতির ময়দানে আমি কাউকে ভয় করি না। যা জানানোর তা যথাসময়ে দলকে জানাব। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নেত্রী নিয়ে এসেছেন। তাহলে তার হয়ে কথা বললে কেন শৃঙ্খলা ভঙ্গ হবে?”

অর্থাৎ এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রশাসনে অন্তর্ভুক্তি নিয়ে দাবি করার জন্য হুমায়ুনবাবুকে শোকজ করা হলেও, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নেত্রীই রাজনীতির ময়দানে নিয়ে এসে গুরু দায়িত্ব দিয়েছেন বলে পাল্টা নেত্রীর দিকেই প্রশ্ন ছুড়ে দিলেন এই তৃণমূল বিধায়ক। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!