এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > Big Breaking সিঙ্গুর সমস্যা সমাধানে মাস্টারস্ট্রোক মুকুলের! জেনে নিন

Big Breaking সিঙ্গুর সমস্যা সমাধানে মাস্টারস্ট্রোক মুকুলের! জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিগত বাম সরকারের ক্ষমতা থেকে চলে যাওয়ার পেছনে অনেকটাই ভূমিকা ছিল সিঙ্গুর আন্দোলনের। সেই সময় সিঙ্গুরে টাটাদের শিল্প কারখানা তৈরি করবার জন্য বামেদের পক্ষ থেকে চেষ্টা করা হলেও, তার বিরোধীতা করে আন্দোলন শুরু করে দিয়েছিল তৃণমূল কংগ্রেস। কৃষকদের স্বার্থ কোনোমতেই বিঘ্নিত হতে দেওয়া যাবে না বলে দাবি তুলতে শুরু করেছিল তারা। শেষ পর্যন্ত পিছিয়ে আসতে হয়েছিল তৎকালীন বাম সরকারকে। শুরু হয়েছিল আন্দোলন।

আর সেই আন্দোলনের ফলশ্রুতি হিসেবে আজ রাজ্যের ক্ষমতায় তৃণমূল কংগ্রেসের সরকার। তারপর অনেক জল গড়িয়ে গেছে। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সেই আন্দোলনে তিনি অন্যতম প্রধান সৈনিক ছিলেন। তবে সেই মুকুল রায় আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিপক্ষ টিম ভারতীয় জনতা পার্টির অন্যতম নেতা। কিছুদিন আগেই সিঙ্গুর আন্দোলন নিয়ে আফসোস করতে শোনা গিয়েছিল তাকে। আর এবার সিঙ্গুর সমস্যার সমাধানে রীতিমত অন্য পদক্ষেপ নেওয়ার কথা শোনা গেল বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়ের গলায়।

সূত্রের খবর, শুক্রবার পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের বিজেপির পক্ষ থেকে একটি সভার আয়োজন করা হয়। আর সেখানেই অন্যান্য নেতাদের পাশাপাশি উপস্থিত ছিলেন মুকুল রায়। আর সেই সভা থেকেই বাংলায় পরিবর্তনের স্বপক্ষে আওয়াজ তুলে সিঙ্গুরে টাটাদের ফিরিয়ে আনার কথা জানাতে দেখা গেল তাকে। এদিন মুকুল রায় বলেন, “এবার পরিবর্তনের হাওয়া উঠেছে বাংলায়। আর একটা পরিবর্তন দেখতে চাই। টাটাদের সিঙ্গুরে ফিরিয়ে আনব। প্রধানমন্ত্রীর কাছে আবেদন করব।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একাংশ বলছেন, এক সময় এই সিঙ্গুরে আন্দোলন করে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসলেও, এখন সেখানকার মানুষেরা শিল্প না হওয়ার জন্য আফসোস করতে শুরু করেছেন। জমি থাকলেও তা ফসলের উপযুক্ত নেই। যার ফলে অনেকেই এখন হতাশা প্রকাশ করতে শুরু করেছেন। স্বাভাবিকভাবেই এই পরিস্থিতিতে সেই সিঙ্গুরের কথা তুলে ধরে মমতা বন্দ্যোপাধ্যায় অস্বস্তি ক্রমশ বাড়িয়ে দিতে ময়দানে নেমে পড়েছে ভারতীয় জনতা পার্টি।

তবে একসময় মুকুল রায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে থেকে আন্দোলনে নেতৃত্ব দিয়ে তৎকালীন বাম সরকারের ঘুম উড়িয়ে দিয়েছিলেন। কিন্তু এবার শিল্প স্থাপনের স্বপক্ষে আওয়াজ তুলে টাটাদের ফিরিয়ে আনার জন্যও তিনি প্রধানমন্ত্রীর কাছে দরবার করবেন বলে জানিয়ে দিতে দেখা গেল তাকে। বিশ্লেষকরা বলছেন, মুকুল রায় এই মন্তব্য করে এক ঢিলে দুই পাখি মারার চেষ্টা করলেন।

এই সিঙ্গুর থেকে যেমন অতীতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল তৃণমূল কংগ্রেস ক্ষমতা দখলের রাস্তা প্রশস্ত করেছিল, ঠিক তেমনই সেই সিঙ্গুর থেকেই এবার আবার একটা পরিবর্তন ডাক দেওয়ার কৌশল নিতে দেখা গেল তাকে। এক্ষেত্রে সিঙ্গুরে তাদের ফিরিয়ে আনার জন্য প্রধানমন্ত্রীর কাছে দরবার করার কথা বলে সেখানকার মানুষের জনমত আদায় করার চেষ্টা করলেন তিনি।

পাশাপাশি রাজ্যে যে শিল্প হচ্ছে না, নিজের মন্তব্যের মধ্যে দিয়ে তাও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন মুকুল রায়। যার ফলে নিজের প্রাক্তন সৈনিক মুকুল রায়ের এই মন্তব্যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল তৃণমূল কংগ্রেস যথেষ্ট অস্বস্তিতে পড়বে বলেই দাবি বিশেষজ্ঞদের। সব মিলিয়ে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!