এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > Big Breaking, শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ জানিয়ে নির্বাচন কমিশনে তৃণমূল, উদ্বেগ গেরুয়া শিবিরের

Big Breaking, শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ জানিয়ে নির্বাচন কমিশনে তৃণমূল, উদ্বেগ গেরুয়া শিবিরের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিশেষ অভিযোগ জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্ত হলো রাজ্যের শাসক দল তৃণমূল। তৃণমূলের অভিযোগ, ইতিমধ্যেই নন্দীগ্রামের ভোটার তালিকায় নাম তুলেছেন শুভেন্দু অধিকারী, কিন্তু হলদিয়ার ভোটার তালিকা থেকে তাঁর নাম এখনো বাদ যায়নি। নন্দীগ্রাম, হলদিয়ার ভোটার তালিকাতে তাঁর নাম রয়েছে। অর্থাৎ একসঙ্গে দুটি কেন্দ্রের ভোটার হলেন শুভেন্দু অধিকারী। এই অভিযোগ জানিয়ে নন্দীগ্রামের প্রার্থীপদ থেকে শুভেন্দু অধিকারীর নাম বাতিলের আবেদন জানিয়েছে তৃণমূল।

শাসক দল তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, একসঙ্গে দুটি স্থানের ভোটার হয়ে আছেন শুভেন্দু অধিকারী। একটি নন্দীগ্রাম, একটি হলো হলদিয়া। এ বিষয়ে কমিশনের দৃষ্টি আকর্ষণের দাবি জানিয়েছে তৃণমূল। কমিশনকে চিঠি দিয়ে লিখিত অভিযোগ জানানো হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। নন্দীগ্রামের প্রার্থীপদ থেকে শুভেন্দুর অধিকারীর নাম বাতিল করে দেয়া হোক, দাবি
তৃণমূলের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাঁর বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা গ্রহণের দাবিও জানিয়েছে তৃণমূল শিবির। তাঁরা অভিযোগ করেছেন, একসঙ্গে দুজায়গার ভোটার কখনোই হতে পারেন না কোন ব্যক্তি। একেবারে নিবার্চনের মুখে তৃণমূলের এই পদক্ষেপ যথেষ্ট বিপাকে ফেলে দিলো গেরুয়া শিবিরকে, এমনটাই মনে করছেন একাধিক বিশ্লেষক। এখন এ বিষয়ে নির্বাচন কমিশন কি পদক্ষেপ গ্রহণ করে? সে দিকেই দৃষ্টি থাকবে সকলের।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!