এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > Big Breaking শুভেন্দুর সভাকে পন্ড করতে অগ্নিকাণ্ড! কাঠগড়ায় তৃণমূল!

Big Breaking শুভেন্দুর সভাকে পন্ড করতে অগ্নিকাণ্ড! কাঠগড়ায় তৃণমূল!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – শাসকদলের পক্ষ থেকে বিরোধীদের মিটিং, মিছিল করতে বাধা দেওয়ার অভিযোগ নতুন কিছু নয়। নির্বাচনের সময় যত এগিয়ে আসছে, ততই এই অভিযোগ আরও বাড়তে শুরু করেছে। বর্তমানে দলবদলে অনেকটাই পাল্লা ভারী হয়েছে ভারতীয় জনতা পার্টির। শুভেন্দু অধিকারী থেকে শুরু করে রাজীব বন্দ্যোপাধ্যায়ের মত তৃণমূলের একদম শীর্ষস্তরের নেতারা এখন বিজেপির গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠেছেন। একের পর এক সভা থেকে তারা প্রাক্তন দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করছেন।

আর এই পরিস্থিতিতে এবার শুভেন্দু অধিকারীর সভার আগে পুরুলিয়ার জয়পুরের আর বিবি হাইস্কুলের মাঠে সভামঞ্চে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠতে শুরু করল। যেখানে তৃণমূলের বিরুদ্ধে এই অভিযোগ তুলে সরব হয়েছে ভারতীয় জনতা পার্টি। স্বাভাবিক ভাবেই বিরোধীদলের মিটিং, মিছিলে তৃণমূলের পক্ষ থেকে এতদিন বাধাদানের অভিযোগ উঠলেও এবার সরাসরি সভামঞ্চে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠায় ঘাসফুল শিবির অনেকটাই অস্বস্তিতে বলে দাবি করছেন বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি পুরুলিয়ায় একটি সভা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখান থেকে নাম না করে শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেছিলেন। তিনি আর এরপরই পাল্টা আজ বিজেপির পক্ষ থেকে সেই পুরুলিয়ার জয়পুর আর বিবি হাইস্কুলের মাঠে সভা করার উদ্যোগ নেওয়া হয়েছিল। যেখানে প্রধান বক্তা হিসেবে রাখা হয়েছিল শুভেন্দু অধিকারীকে।

তবে তার আগেই সভামঞ্চের অনেক জায়গায় আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ তোলা হল। বিজেপির দাবি, বুধবার বিকেলে শুভেন্দু অধিকারীর কুশপুত্তলিকা দাহ করে তৃণমূলের কর্মী সমর্থকরা। রাতের দিকে তারা সভামঞ্চের আশেপাশে আগুন লাগিয়ে দেয়। আর বিজেপির পক্ষ থেকে এই অভিযোগ ওঠায় এখন ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গোটা এলাকা জুড়ে। তবে গেরুয়া শিবির তৃণমূলের বিরুদ্ধে এই অভিযোগ করলেও, তা সম্পূর্ণরূপে অস্বীকার করেছে ঘাসফুল শিবির।

তাদের দাবি, কোনোভাবেই তৃণমূল এর সঙ্গে যুক্ত নয়। বরঞ্চ এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের বহিঃপ্রকাশ। তবে বিজেপি অবশ্য তৃণমূলের সেই দাবিকে মানতে নারাজ। আর এই পরিস্থিতিতে বিজেপির হাইপ্রোফাইল সভার আগে রীতিমত তরজায় জড়িয়ে পড়েছে দুই পক্ষ। যা ক্রমশ জটিল থেকে জটিলতর হয়ে উঠতে শুরু করেছে। আর এই পরিস্থিতিতে আজ শুভেন্দু অধিকারী এই সভায় উপস্থিত হয়ে গোটা ঘটনা নিয়ে তৃণমূলের বিরুদ্ধে কোনো বিস্ফোরক অভিযোগ করেন কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!