Big Breaking স্বাস্থ্য ভবনের সামনে উঠে গেল ধর্না! দল বেঁধে কোথায় যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা? কলকাতা রাজ্য September 20, 2024September 20, 2024 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- গতকালই জুনিয়র চিকিৎসকরা জানিয়ে দিয়েছিলেন যে, তারা শুক্রবার স্বাস্থ্য ভবনের সামনে থেকে তাদের যে এতদিন ধর্না চলছিল, তা তুলে নেবেন। এক্ষেত্রে রাজ্যের কাছে যে সমস্ত দাবি করা হয়েছে, তা যাতে পূরণ করা হয়, তার আবেদন জানিয়ে আংশিক কর্মবিরতি পালনের পথে হাঁটার কথা জানিয়ে দিয়েছেন সেই জুনিয়র চিকিৎসকরা। সেই মত আজ এতদিন স্বাস্থ্য ভবনের সামনে চলা ধর্না অবশেষে তুলে নিলেন আন্দোলনকারীরা। তবে এই কর্মসূচি তুলে নেওয়ার পরেই দল বেঁধে সেই জুনিয়র চিকিৎসকরা রওনা দিলেন সিজিও কমপ্লেক্সের উদ্দেশ্যে। সূত্রের খবর, ইতিমধ্যেই নিজেদের দেওয়া কথা অনুযায়ী স্বাস্থ্য ভবনের সামনে ধর্না তুলে নিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। কিন্তু গতকালই তাদের পক্ষ থেকে জানানো হয়েছিল যে, স্বাস্থ্য ভবনের সামনে তারা ধর্না তুলে নিলেও একদম শেষ দিন তারা সিবিআই দপ্তর পর্যন্ত একটি মিছিল করবেন। আর সেই মতই এই ধর্না কর্মসূচি শেষ হতেই সেই স্বাস্থ্য ভবন থেকে বিচার চেয়ে সিবিআই দপ্তর অর্থাৎ সিজিও কমপ্লেক্স পর্যন্ত একটি মিছিল শুরু করে দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। যেখানে শামিল হয়েছেন প্রচুর মানুষ। অর্থাৎ বিচারের দাবিতে জুনিয়র চিকিৎসকদের কর্মসূচি যে জারি থাকবে, তা আরও একবার স্পষ্ট হয়ে গেল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। আপনার মতামত জানান -