এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > Big Breaking, টেট মামলায় যুগান্তকারী রায় হাইকোর্টের, আবার বড়সড় ধাক্কা রাজ্যের

Big Breaking, টেট মামলায় যুগান্তকারী রায় হাইকোর্টের, আবার বড়সড় ধাক্কা রাজ্যের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – প্রাথমিক টেট নিয়ে আজ মামলার শুনানিতে এক তাৎপর্যপূর্ণ রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট। ২০১৪ সালে নেওয়া প্রাথমিক টেট পরীক্ষায় ভুল প্রশ্ন এসেছিল বলে, আদালতের দ্বারস্থ হয়েছিলেন একাধিক চাকরিপ্রার্থী। এবার আদালতের পক্ষ থেকে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যকে বিপুল অর্থের জরিমানা করা হয়েছে। প্রাথমিক শিক্ষা পর্ষদকে ভৎসনা করেছে আদালত। আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ৬ টি ভুল প্রশ্নের কারণে পরীক্ষার্থীদের আদালতের দ্বারস্থ হতে হয়েছে। এজন্য ১৯ জন মামলাকারীকে ২০ হাজার টাকা করে জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে যে, প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যকে এই অর্থ জরিমানা দিতে হবে। এই অর্থের মোট পরিমাণ হল ৩ লক্ষ ৮০ হাজার টাকা। ব্যক্তিগতভাবে মানিক ভট্টাচার্যকে এই জরিমানা দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ইতিপূর্বে হাইকোর্টের পক্ষ থেকে জানানো হয়েছিল যে, ২০১৪ সালের প্রাথমিক টেট পরীক্ষার প্রশ্নপত্রে ভুল ছিল। এই মামলা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চ, এমনকি সুপ্রিমকোর্টে পর্যন্ত চলে যায়। এরপর আদালতের নির্দেশে বেশকিছু প্রার্থীকে চাকরি দেওয়া হয়েছিল, তবে সকলকে নয়। সে সময় যাদের চাকরি দেয়া হয়নি, এবার তাদেরকে ক্ষতিপূরণ দেবার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আদালতের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে, সাত দিনের মধ্যে মামলাকারীদের ফুল মার্কস দিয়ে দিতে হবে। সাত দিনের মধ্যে তাদের নিয়োগ নিয়ে বিবেচনার নির্দেশ দেওয়া হয়েছে। চাকরি দেবার নির্দেশও দেয়া হয়েছে এই সাত দিনের মধ্যেই। অর্থাৎ আদালতের কাছে আজ আবার বড়সড় ধাক্কা খেল রাজ্য।

আজ কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই নির্দেশ দিয়েছেন। আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে যে, আদালতের এই নির্দেশ যদি অমান্য করা হয়, তবে প্রাথমিক শিক্ষা পর্ষদের বোর্ড ভেঙে দেওয়া হবে। এভাবেই আদালতের কাছে আজ এক বড়সড় ধাক্কা খেলো রাজ্য। আর রাজ্যের অস্বস্তি বহুগুণে বাড়িয়ে দিয়েছে আদালতের এই নির্দেশ, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!