এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > Big Breaking, তৃণমূলে যোগদান করতে চলেছেন বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী

Big Breaking, তৃণমূলে যোগদান করতে চলেছেন বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এবার তৃণমূলে যোগদান করতে চলেছেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থ মন্ত্রী যশবন্ত সিনহা। দীর্ঘ সময় ধরে তিনি বিজেপির সঙ্গে ছিলেন। প্রথমে জনতা দলের সঙ্গে ছিলেন তিনি। পরবর্তীকালে তিনি যোগ দিয়েছিলেন বিজেপিতে। প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর সময়ে তিনি অর্থমন্ত্রী ছিলেন। দীর্ঘ সময় ধরে তিনি অর্থ মন্ত্রকের দায়িত্বে ছিলেন। অর্থমন্ত্রকের সঙ্গে সঙ্গে প্রতিরক্ষা মন্ত্রকের দায়িত্বেও ছিলেন তিনি। তবে গত দু’বছর ধরে বিজেপির সঙ্গে সম্পর্ক ত্যাগ করেছিলেন তিনি। আজ যোগ দিতে চলেছেন তিনি রাজ্যের শাসক দল তৃণমূলে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা যাচ্ছে, তৃণমূল নেতা ডেরেক ও’ব্রায়েন, সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রমূখর নেতৃত্বে তিনি যোগদান করতে চলেছেন রাজ্যের শাসক দল তৃণমূলে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি কথা বলেছেন। সম্প্রতি তিনি তৃণমূল ভবনে পৌঁছে গিয়েছেন। আজই আনুষ্ঠানিকভাবে তিনি যোগদান করতে চলেছেন তৃণমূলে।

তৃণমূল সূত্রের খবর, দীনেশ ত্রিবেদী রাজ্যসভার যে সাংসদ পদ ছেড়ে দিয়েছেন, সেই পদেই তৃণমূলের প্রার্থী করা হতে পারে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহাকে। আগামী বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর তৃণমূলে যোগদান যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই রাজনৈতিক মহলের দাবি।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!