Big Breaking তৃনমূলের প্রার্থী হয়েও বিজেপিতে যোগদান, ঘাসফুল শিবিরে বড়সড় থাবা বসাল বিজেপি! তৃণমূল বিজেপি মালদা-মুর্শিদাবাদ-বীরভূম রাজনীতি রাজ্য March 8, 2021 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পর বিদ্রোহ ক্রমশ বাড়তে শুরু করেছে। যারা প্রার্থী হতে পারেননি, তারা বিজেপিতে যোগদানের জন্য ইতিমধ্যেই প্রস্তুতি নিয়েছেন। আজ সোমবার বিজেপিতে বড়সড় যোগদান হতে চলেছে বলে খবর। কিন্তু প্রার্থী হয়েও এবার বিজেপিতে যোগ দিতে চলেছেন মালদহের হবিবপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সরলা মুর্মু। স্বাভাবিকভাবেই নির্বাচনের মরসুমে তৃণমূল কংগ্রেসের কাছে যে এই ঘটনার যথেষ্ট অস্বস্তির কারণ, তা বলাই যায়। একাংশ বলছেন, এবার তৃণমূলের প্রার্থী তালিকা ঠিক করার পেছনে রয়েছে প্রশান্ত কিশোরের টিমের ভূমিকা। সেদিক থেকে যারা দলের অনুগত এবং জনপ্রতিনিধি হিসেবে ভালো কাজ করতে পারবেন, তাদেরকেই প্রার্থী করা হয়েছে। কিন্তু যাদের প্রার্থী করা হয়নি, তারা বিদ্রোহ ঘোষণা করে বিরোধী শিবিরে নাম লেখানোর জন্য প্রস্তুতি নিয়েছেন। আর এই পরিস্থিতিতে সরলা মূর্মু প্রার্থী হওয়ার পরেও কেন তিনি এখন বিজেপিতে যোগদান করতে চলেছেন, এটাই বড় জল্পনার কারণ হয়ে দাঁড়িয়েছে রাজ্য রাজনীতিতে। প্রার্থী তালিকায় নাম থাকা সত্ত্বেও, কেন তিনি এবার দল পরিবর্তন করার সিদ্ধান্ত নিলেন? এদিন এই প্রসঙ্গে সরলা মুর্মু বলেন, “বহুবার দলকে জানিয়েছিলাম, আমি পুরাতন মালদহে প্রার্থী হতে চাই। কিন্তু দল তাতে কর্ণপাত করেনি। আমাকে হবিবপুরে প্রার্থী করা হয়েছে। সেই কারণেই আমি দলত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।” বিশেষ সূত্র মারফত খবর, ইতিমধ্যেই রবিবার রাতের ট্রেনে করে মালদহ থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন এই তৃণমূল প্রার্থী। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - জানা যাচ্ছে, আজ সোমবার বিজেপিতে যোগদান করবেন তিনি। অর্থাৎ তৃণমূলের পক্ষ থেকে প্রার্থী করা হলেও যেভাবে তিনি এবার বিজেপিতে যোগদানের জন্য উদ্যত হলেন, তাতে বিধানসভা নির্বাচনের আগে এই ঘটনা যে তৃণমূলকে যথেষ্ট ব্যাকফুটে ফেলে দিল, তা বলাই যায়। পর্যবেক্ষকরা বলছেন, নির্বাচনের আগে দলবদল এখন অত্যন্ত স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে বঙ্গ রাজনীতিতে। যারা তৃণমূলের প্রার্থী হতে পারেননি, তারা বিজেপিতে যোগদান করবেন বলেই জানা যাচ্ছে। আর এই ঘটনা স্বাভাবিক হলেও তৃণমূলের প্রার্থী হওয়ার পরেও যেভাবে বিধানসভা কেন্দ্র নিয়ে আপত্তির কারণে বিজেপিতে যোগ দিতে চলেছেন সরলা মূর্মু বলে খবর পাওয়া গেল, তাতে যথেষ্ট অস্বস্তিতে পড়ে গেল তৃণমূল কংগ্রেস। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের। আপনার মতামত জানান -