এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > Big Breaking তৃণমূলে বড় ভাঙ্গন! মুকুলের হাত ধরে আজই বিজেপিতে সুজিত!

Big Breaking তৃণমূলে বড় ভাঙ্গন! মুকুলের হাত ধরে আজই বিজেপিতে সুজিত!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – শুভেন্দু অধিকারীকে নিজেদের দিকে টেনে তৃণমূলের অন্দরমহলে ভাঙ্গনের বার্তা দিয়েছিল ভারতীয় জনতা পার্টি। এবার ফের বড়সড় ভাঙ্গন ধরতে চলেছে রাজ্যের শাসক শিবিরে। সূত্রের খবর, বুধবার বিজেপির নির্বাচনী কার্যালয় হেস্টিংসে মুকুল রায়ের হাত ধরে গেরুয়া শিবিরে নাম লেখাচ্ছেন তৃণমূল ছাত্র পরিষদের হেভিওয়েট নেতা সুজিত শ্যাম। যার ফলে ব্যাপক গুঞ্জন তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে।

বস্তুত, বাঁকুড়ার বাসিন্দা এই সুজিতবাবু 2014 সালের বাঁকুড়া লোকসভায় তৃণমূল প্রার্থী মুনমুন সেনকে জয়লাভ করার পেছনে বড় ভূমিকা গ্রহণ করেছিলেন। তবে মুকুল রায়ের ঘনিষ্ঠ হওয়ার সুবাদে তার পর থেকেই তার গুরুত্ব ক্রমাগত হারিয়ে যেতে শুরু করে। কিন্তু মুকুল রায় বিজেপিতে যোগ দেওয়ার পর তৃণমূল কংগ্রেসেই থেকে যান। তবে ব্যক্তিগত সম্পর্কের নিরিখে মুকুল রায়ের সঙ্গে যোগাযোগ ছিল সুজিত শ্যামের। আর এবার অবশেষে সেই মুকুলবাবুর হাত ধরেই গেরুয়া শিবিরে নাম লেখাতে চলেছেন তিনি।

জানা গেছে, এদিন ফেসবুকে গেরুয়া রঙের একটি পটভূমিকায় স্ট্যাটাস দিয়েছেন এই সুজিত শ্যাম। যেখানে তিনি লেখেন, “16 বছরের সম্পর্ক ভাঙ্গা অত সহজ নয়। কিন্তু জীবনে এমন কিছু সময় আসে, যখন সামনে তাকাতে হয়।” একাংশ বলছেন, প্রায় 16 বছর আগে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন এই সুজিত শ্যাম। ধীরে ধীরে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতা হয়ে ওঠেন তিনি। মাঝে তাকে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি করবার জন্য প্রতিশ্রুতি দেওয়া হলেও, শেষ পর্যন্ত তা পালন করা হয়নি।

তবে মুকুল রায় বিজেপিতে যোগদান করার পর তাকে নিয়ে জল্পনা ক্রমশ তীব্র থেকে তীব্রতর হতে শুরু করে। কিন্তু তারপরেও গেরুয়া শিবিরে নাম লেখারনি তিনি। তবে এবার পাকাপাকিভাবে বিজেপিতে যোগ দিতে চলেছেন সুজিতবাবু বলে দাবি তার ঘনিষ্ঠ মহলের। এদিন এই প্রসঙ্গে সেই সুজিত শ্যাম বলেন, “মুকুলদার সঙ্গে আমার বরাবর ব্যক্তিগত এবং সামাজিক সম্পর্ক ভালো। কিন্তু যে তৃণমূলকে দেখে 2004 সালে প্রথম রাজনীতিতে এসেছিলাম, সেই তৃণমূল এখন আর নেই। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে দল করতে এসেছিলাম। কিন্তু এখন দেখছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে, সামনে দাঁড়িয়ে যারা দলের নেতৃত্ব দিচ্ছেন, তাদের অনেকেই 2007 সালে 14 ই মার্চ নন্দীগ্রামে গণহত্যার পর 24 মার্চ খোলা চিঠি দিয়ে সিপিএমকে সমর্থন করেছিলেন। যেখানে বলা হয়েছিল, বুদ্ধদেব ভট্টাচার্যকে আবার ক্ষমতায় আনতে হবে। সেই তৃণমূল আর এই তৃণমূলের এখন অনেক ফারাক। তাই এই তৃণমূলের সঙ্গে সম্পর্ক ভাঙতে হল। আমি ছাত্রনেতা। রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভগ্নপ্রায়। শিক্ষা প্রতিষ্ঠানগুলো দুর্নীতির আখড়া। এরপর শিক্ষামন্ত্রী বুঝতে পারবেন, এই আন্দোলন কোথায় যাবে!”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একাংশ বলছেন, বিজেপি চেষ্টা করছে, বর্তমানে তৃণমূলের ছাত্র এবং যুব সংগঠনে ভাঙন ধরাতে। আর সেই মত করেই মুকুল রায়ের অত্যন্ত ঘনিষ্ঠ তৃণমূল কংগ্রেসের ছাত্রসংগঠনের অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা সুজিতবাবুকে এবার নিজেদের দিকে টেনে নিল ভারতীয় জনতা পার্টি। অনেকেই বলতে শুরু করেছেন, অতীতের মতই সুজিতবাবু বিজেপিতে যোগ দিলেও তাকে যে গুরুত্ব দেবে না তৃণমূল কংগ্রেস, তা বলাই যায়।

কিন্তু তৃণমূলের ছাত্রসংগঠনের মধ্যে এই সুজিত শ্যামের যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে। ফলে আজ মুকুল রায়ের হাত ধরে তিনি বিজেপিতে যোগ দিলেও, তৃণমূলের ছাত্রসংগঠন ভাঙতে যে তার ওপরই ভরসা রাখবে ভারতীয় জনতা পার্টি, তা বলার অপেক্ষা রাখে না। তাই এই পরিস্থিতিতে সুজিত শ্যাম বিজেপিতে যোগদান করলৈ তৃণমূল কতটা অস্বস্তিতে পড়ে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!