এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > Big Breaking উত্তরবঙ্গ থেকেই সোজা দিল্লির পথে রাজ্যপাল! কড়া অ্যাকশনের অপেক্ষায় বাংলা!

Big Breaking উত্তরবঙ্গ থেকেই সোজা দিল্লির পথে রাজ্যপাল! কড়া অ্যাকশনের অপেক্ষায় বাংলা!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-রাজ্যের একদিকে কোচবিহার এবং অন্যদিকে চোপড়ার ঘটনা ভয়াবহ আকার নিয়েছে। গোটা দেশ জুড়ে সমালোচনার শিকার হচ্ছে তৃণমূল কংগ্রেস। আর এই পরিস্থিতিতে আজই শিলিগুড়ি সার্কিট হাউসে কোচবিহারের নির্যাতিতার সঙ্গে দেখা করেছেন রাজ্যপাল। যেখানে চোপড়ার দুই তরুণ তরুণীরও আসার কথা ছিল। কিন্তু তারা না আসলেও সাংবাদিক বৈঠক করে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে দিল্লির পথে রওনা দিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোস।

সূত্রের খবর, এদিন শিলিগুড়ির সার্কিট হাউসে আসেন রাজ্যপাল। যেখানে তিনি কোচবিহারের নির্যাতিতার সঙ্গে দেখা করেন। আর তারপরেই সাংবাদিক বৈঠক করে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলে খবর। আর রাজ্যপালের এই পদক্ষেপের ফলেই নতুন করে জল্পনা তৈরি হচ্ছে বাংলায়। অনেকে বলছেন, রাজ্যপাল এতদিন মুখে অনেক বড় বড় কথা বলেছেন। কিন্তু কোনো অ্যাকশন নেননি তৃণমূল সরকারের বিরুদ্ধে।

তাই এবার সময় এসেছে সাংবিধানিক প্রধান হিসেবে কেন্দ্রের কাছে বড় কোনো আর্জি জানানোর। তাই রাজ্যের পুলিশ প্রশাসনের বিরুদ্ধে যখন প্রশ্ন উঠছে, তখন কি বড় কোনো সিদ্ধান্তের আর্জি নিয়েই দিল্লির পথে উড়ে গেলেন রাজ্যপাল? যদি তাই হয়, তাহলে কিন্তু অত্যন্ত আশাব্যঞ্জক খবর হতে চলেছে বিরোধী থেকে শুরু করে গণতন্ত্রপ্রেমী মানুষদের কাছে। তবে শেষ পর্যন্ত রাজ্যপালের এই দিল্লি সফর থেকে কি উঠে আসে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!