এখন পড়ছেন
হোম > জাতীয় > BIG BREAKING – ভোট গণনায় কারচুপির অভিযোগ প্রমাণিত, বিধায়ক পদ খারিজ আইনমন্ত্রীর

BIG BREAKING – ভোট গণনায় কারচুপির অভিযোগ প্রমাণিত, বিধায়ক পদ খারিজ আইনমন্ত্রীর

ভোট গণনায় কারচুপির অভিযোগ প্রমাণিত, বিধায়ক পদ বাতিল হলো গুজরাটের আইনমন্ত্রী ভূপেন্দ্র সিংহ চুদাসামার। জানা যাচ্ছে যে, দুবছর ধরে ৭৩টি শুনানির পর অবশেষে মঙ্গলবার রাজ্যের আইনমন্ত্রী ভূপেন্দ্র সিংহ চুদাসামার বিধায়কপদ বাতিল করল গুজরাট হাই কোর্ট।

জানা যাচ্ছে যে, ক্ষমতার অপব্যবহার করে ভোটগণনায় কারচুপি করেছেন রাজ্যের আইনমন্ত্রী ভূপেন্দ্র সিংহ চুদাসামার, এই অভিযোগ অজানিয়ে হাইসাপুর্টার দ্বারস্থ হয়েছিলেন প্রতিপক্ষ, আর সেই মামলার রায় বের হয় আজ, সেখানে হাইকোর্টে কারচুপির অভিযোগ প্রমাণিত হওয়ায় ভূপেন্দ্র সিংহ চুদাসামার বিধায়ক পদ বাতিল করে দেয় গুজরাট হাইকোর্ট। এর ফলে চরম অস্বস্তিতে পড়েছে বিজয় রূপানির নেতৃত্বাধীন বিজেপি সরকার।

 

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা যাচ্ছে যে, ২০১৭ সালে আমেদাবাদ জেলার ঢোলকা বিধানসভা থেকে বিজেপির টিকিটে নির্বাচনে দাঁড়িয়ে ছিলেন বর্ষীয়ান নেতা ভূপেন্দ্র সিং চুদাসামা। লড়াই হয়েছিল হাডাহাড্ডি , মনে করা হয়েছিল জিতবেন প্রতিপক্ষ কংগ্রেসের অশ্বিনী রাঠোর কিন্তু গণনা শেষে দেখা যায় যে , মাত্র ৩২৭ ভোটে জয়ী হন ভূপেন্দ্র সিং চুদাসামা। ফলাফল প্রকাশের পরেই তাঁর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে ভোটগণনায় কারচুপির অভিযোগ তুলে গুজরাট হাই কোর্টে মামলা দায়ের করেন কংগ্রেস প্রার্থী। তিনি অভিযোগ জানান যে, বিজেপি প্রার্থীর এই দুর্নীতিতে সাহায্য করেছেন ওই কেন্দ্রের রিটার্নিং অফিসার ও ঢোলকার ডেপুটি কালেক্টর ধবল জানি। গণনার নিয়ম না মেনে ৪২৯টি ভোট বাতিল করেছিলেন ওই আধিকারিক। এর ফলেই জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী।

২০১৮ সালের ১৭ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ৭৩টি শুনানি হয়।আর আজ মঙ্গলবার এই মামলার রায় দিতে গিয়ে বিচারপতি পরেশ উপাধ্যায় বিজেপি নেতা ভূপেন্দ্র সিংহ চুদাসামার বিধায়কপদ খারিজ করেন। পাশাপাশি দোষী সাব্যস্ত করা হয় ঢোলকার ডেপুটি কালেক্টর ধবল জানিকেও।

এদিকে বিজয় রুপানি মন্ত্রিসভার আইন ও শিক্ষা-সহ একাধিক দপ্তরের মন্ত্রী হলেন এই ভূপেন্দ্র সিংহ চুদাসামা। এদিন কারচুপির অভিযোগে তাঁর বিধায়কপদ খারিজ হওয়ার প্রবল অস্বস্তিতে ও সমালোচনার মুখে পড়েছে বিজেপি সরকার। যদিও এখনই হার মেনে নিতে নারাজ বিজেপির ভূপেন্দ্র সিংহ চুদাসামা, তিনি হাই কোর্টের এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাবেন বলে জানা গেছে। তিনি এখনো দাবি করছেন যে তিনি নির্দোষ। কিন্তু এই ঘটনা সামনে আসায় প্রবল সমালোচনা শুরু হয়েছে গোটা রাজ্যে তথা দেশে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!