এখন পড়ছেন
হোম > জাতীয় > বিশ্ব হিন্দু পরিষদে বড়সড় ক্ষমতার হস্তান্তর, বিভাজন স্পষ্ট গেরুয়া শিবিরে

বিশ্ব হিন্দু পরিষদে বড়সড় ক্ষমতার হস্তান্তর, বিভাজন স্পষ্ট গেরুয়া শিবিরে


বড়সড় খামাত্র হস্তান্তর হল বিশ্ব হিন্দু পরিষদে। প্রায় ৭ বছর শীর্ষপদে থাকার পর ক্ষমতাচ্যুত হলেন প্রবীণ তোগাড়িয়া। তাঁর স্থলাভিষিক্ত হলেন হিমাচল প্রদেশের প্রাক্তন রাজ্যপাল বিষ্ণু সদাশিব কোকজে। আজ প্রথমবার নির্বাচন অনুষ্ঠিত হয় সংঘ পরিবারের পরিষদে, সেখানে তোগাড়িয়া ঘনিষ্ঠ রাঘব রেড্ডি কার্যকরী সভাপতি পদে প্রার্থী ছিলেন। তিনি হেরে যাওয়াতেই ক্ষমতাচ্যূত হয়েছেন তোগাড়িয়া।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

বিশ্ব হিন্দু পরিষদের ইতিহাসে আজ প্রথমবার নির্বাচন অনুষ্ঠিত হল, আর সেখানেই বিপুল ভোটে পরাজিত হলেন তোগাড়িয়া গোষ্ঠী। আর হারের পরেই তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন প্রবীণ তোগাড়িয়া। তিনি বলেন, হিন্দুদের কণ্ঠকে এভাবে দাবিয়ে রাখা যাবে না। সংসদে রাম মন্দির নিয়ে সওয়াল হোক, এটাই আমি চাই। হিন্দুদের জন্য আগেও লড়েছি ভবিষ্যতেও লড়ব। আর তোগাড়িয়ার এহেন মন্তব্যের পরেই গেরুয়া শিবিরের বিভাজন স্পষ্ট হয়ে গেল বলেই মনে করছেন সংশ্লিষ্ট রাজনৈতিক মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!