এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > পঞ্চায়েতের কোপ – বড় রদবদল রাজ্য মন্ত্রীসভায়, চাকরি গেল তিন মন্ত্রীর

পঞ্চায়েতের কোপ – বড় রদবদল রাজ্য মন্ত্রীসভায়, চাকরি গেল তিন মন্ত্রীর

পঞ্চায়েত নির্বাচনে রাজ্যজুড়ে ঘাসফুলের জয়জয়কার হলেও বেশ কিছু জায়গায় পদ্মফুলের দুরন্ত উত্থান হয়েছে, আর তার পরিপ্রেক্ষিতে রাজ্যের শাসকদলের নেতৃত্ত্বের বিভিন্ন স্তরে রদবদল আশা করছিলেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে এবার সরাসরি রদবদল হতে চলেছে রাজ্য মন্ত্রীসভায়। কোপ পড়তে চলেছে তিন মন্ত্রীর উপরে। এরমধ্যে অবনীমোহন জোয়ারদার দীর্ঘদিন ধরেই অসুস্থ, ফলে তিনি ছিলেন দপ্তরহীন মন্ত্রী। তাঁর মন্ত্রিসভা থেকে সরে যাওয়াটা একপ্রকার নিশ্চিতই ছিল এবং বাস্তবে তিনি সরেও গেলেন। কিন্তু চমক জাগানো প্রস্থান বাকি দুই মন্ত্রী হলেন আদিবাসী উন্নয়ন মন্ত্রী চূড়ামণি মাহাতো ও অনগ্রসর শ্রেণিকল্যাণ মন্ত্রী জেমস কুজুর।

রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারণা জঙ্গলমহল ও আলিপুরদুয়ারে বিজেপির ভালো ফলের কারণেই চাকরি গেল দাপুটে এই দুই মন্ত্রীর। অন্যদিকে, শোভন চট্টোপাধ্যায়কে নিয়ে জল্পনা থাকলেও – তিনি এখনো ইস্তফা দেননি। তবে সূত্রের খবর তাঁর হাত থেকে দুটি দপ্তর কেড়ে নেওয়া হতে পারে। মন্ত্রীসভায় নতুন চমক হতে পারেন সদ্য মহেশতলা উপনির্বাচনে জয়ী দুলাল দাস। অন্যদিকে ভালো কাজের পুরস্কার হিসাবে মন্ত্রীসভায় গুরুত্ত্ব বাড়তে চলেছে শুভেন্দু অধিকারী ও অরূপ বিশ্বাসের বলে সূত্রের খবর। তবে আরো বেশ কিছু নতুন মুখ মন্ত্রীসভায় আসতে চলেছে, বেশ কিছু মন্ত্রীর দপ্তর পরিবর্তন হতে চলেছে বা কেউ কেউ দপ্তর হারাতেও চলেছেন। সবমিলিয়ে বেশ বড়সড় রদবদল হতে চলেছে রাজ্য মন্ত্রীসভায় – কিন্তু কে কোন দায়িত্ত্ব পেতে চলেছেন তা ঠিক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সূত্রে এখনো এই রদবদল নিয়ে বিশদে কিছু জানা যাচ্ছে না।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!