এখন পড়ছেন
হোম > জাতীয় > চলতি সপ্তাহই নির্ণায়ক? বড়সড় সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্র? জানুন বিস্তারিত

চলতি সপ্তাহই নির্ণায়ক? বড়সড় সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্র? জানুন বিস্তারিত


করোনা ভাইরাসের মত মারণ রোগ কখন কিভাবে ছড়িয়ে পড়বে, তা কেউ জানেন না। বর্তমানে লকডাউনের মধ্যে রয়েছে দেশ। আদৌ লকডাউন বাড়ানো হবে কিনা, তা আগামী শনিবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের পরেই স্পষ্ট হয়ে যাবে। কিন্তু করোনা মোকাবিলায় করোনা পরীক্ষা নীতিতে কোনরূপ দুর্বল দিক যাতে না আসে, তার জন্য এবার পদক্ষেপ গ্রহণ করতে চলেছে কেন্দ্রীয় সরকার।

বিশেষ করে বিশেষজ্ঞরা মনে করছেন – ভারত বর্তমানে স্টেজ ২ ও স্টেজ ৩-এর মধ্যে আছে। আর তাই চলতি সপ্তাহই কার্যত নির্ণায়ক হতে চলেছে – ভারতে করোনার গতিপ্রকৃতি ঠিক কোন দিকে যেতে চলেছে। প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই অভিযোগ উঠছে যে, ভারতে সঠিক পরিমাণে করোনা ভাইরাসের পরীক্ষা করা হচ্ছে না। তাই এবার দ্রুত যাতে সেই শনাক্তকরণের প্রক্রিয়া করানো হয়, তার জন্য চলতি সপ্তাহকেই নির্ণায়ক সপ্তাহ হিসেবে বেছে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, প্রতিদিন 40 হাজার করে করোনা পরীক্ষার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। যার জন্য নয়ডা এবং ভুবনেশ্বরে দুটি উচ্চক্ষমতাসম্পন্ন মেশিন বসানো হয়েছে। যার মাধ্যমে প্রত্যেকদিন 1300 থেকে 1400 নমুনা পরীক্ষা করা সম্ভব হবে বলে মনে করছে একাংশ। এদিন এই ব্যাপারে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, “করোনা ব্যাপকহারে ছড়ালে মৃত্যুসংখ্যা বাড়ত। দেশে ইনফুয়েঞ্জা মত বেশ কম। কিন্তু মুখের কথা বা অনুমানে কাজ হবে না। প্রয়োজন পরীক্ষার।”

কেন্দ্রের তরফে আরও জানানো হয়েছে, “তাই চলতি সপ্তাহেই ব্যাপকভাবে করোনা পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই রিপোর্টের ভিত্তিতে চূড়ান্ত হবে লকডাউনের মেয়াদ বৃদ্ধির বিষয়টি।” বিশেষজ্ঞরা বলছেন, করোনা পরীক্ষা করার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে দেখা উচিত। কেননা যদি এই ব্যাপারে কোনো দুর্বলতা থাকে, তাহলে তা নিয়ে ভবিষ্যতে জটিলতা বাড়তে পারে। তাই এখন থেকেই বিষয়টি দেখে নিয়ে লকডাউন কিভাবে বাড়ানো উচিত, তা পরিষ্কার হয়ে যাবে কেন্দ্রের কাছে। এখন গোটা বিষয়টি কোথায় গিয়ে দাঁড়ায়, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!