এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > বড়সড় সুখবর তথ্য প্রযুক্তি শিল্পের ক্ষেত্রে, কোরোনার জেরে চীনকে বয়কট করে ভারতে আসতেপারে আইফোন নির্মাতা অ্যাপল

বড়সড় সুখবর তথ্য প্রযুক্তি শিল্পের ক্ষেত্রে, কোরোনার জেরে চীনকে বয়কট করে ভারতে আসতেপারে আইফোন নির্মাতা অ্যাপল


করোনা ভাইরাসের কারণে উত্‍পাদনের হাব হিসেবে চিন থেকে নিজেদের ব্যাবসা সরাতে পারে অনেক কোম্পানি। প্রায় হাজার খানেক বিদেশী সংস্থা ইতিমধ্যেই ভারতের সঙ্গে বিভিন্ন স্তরে আলোচনা শুরু করেছে। এদের মধ্যে অন্তত ৩০০টি সংস্থা সক্রিয় ভাবে ছক কষেছে ভারতে ‌ সরে আসার। সেই সব সংস্থাগুলি হল- মোবাইল, ইলেকট্রনিক্স, মেডিকেল ডিভাইস, টেক্সটাইল এবং সিন্থেটিক ফেব্রিক্স উত্‍পাদনকারী।

এদিকে কোরোনার উৎস হিসাবে চিনকেই দায়ী করেছে বিশ্বের একধিক দেশ।
আর সেই কারণে ব্যবসা গোটাতে পারে বলেও আগে খবর এসেছিলো , আজ এই নিয়ে নয়া তথ্য সামনে এলো। তথ্য প্রযুক্তি সিলের সাথে যুক্তদের জন্য বড়সড় সুখবর আসতে চলেছে বলেই মনে করা হচ্ছে। আর তাই আজ সোমবার খবর পাওয়া গেলো চিন থেকে কারখানার একাংশ ভারতে সরিয়ে আনতে পারে আইফোন নির্মাতা অ্যাপল।

সূত্র মারফত জানা যাচ্ছে যে, এই নিয়ে অ্যাপলের কয়েকজন শীর্ষ কর্তার সঙ্গে ভারত সরকারের কয়েকজন প্রথম সারির আধিকারিক দফায় দফায় আলোচনা সেরেছেন। যার জেরেই অ্যাপল কর্তারা ভরসা পেয়েছেন আর তাই ভারতের সরকারের প্রতি আস্থা রেখে চিন থেকে অন্তত উত্‍পাদনের এক পঞ্চমাংশ ভারতে সরিয়ে আনতে উদ্যোগী হয়েছেন। আগামী পাঁচ বছরে তাঁরা ভারতে ৪ হাজার কোটি ডলার অর্থাত্‍ ৩ লক্ষ ৩ হাজার ২৪৪ কোটি টাকার আইফোন উত্‍পাদন করবেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা যাচ্ছে মূলত রফতানি করার জন্যই স্মার্টফোনগুলি বানানো হবে। সরকারের এক প্রথম সারির অফিসার এই নিয়ে জানান যে, , ‘আশা করা হচ্ছে, উইনস্টোন ও ফক্সকন, এই দুই কনট্রাক্ট ম্যানুফাকচারারের মাধ্যমে অ্যাপল ভারতে ৪ হাজার কোটি ডলার মূল্যের আইফোন উত্‍পাদন করবে। আমাদের প্রোডাকশান লিংকড ইনসেনটিভের সুযোগ নেবে ওই সংস্থা।’

গত প্রায় দু’মাস লোকদাওনে থমকে দাঁড়িয়েছে ভারতের অর্থনীতিও।আতঙ্ক বাড়িয়ে নানা সংস্থায় ইতিমধ্যে শুরু হয়েছে কর্মী ছাঁটাই। এই অবস্থায় অর্থনীতিকে চাঙ্গা করতে এই খবর আসা যোগাচ্ছে অনেককেই। তবে ভারত সরকারের পক্ষ থেকে জানা যাচ্ছে যে, আরো অনেক কোম্পানির সাথে কথা বলছে ভারত সরকার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!