এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > পঞ্চায়েত নিয়ে আদালতে বড় ধাক্কা খেল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস

পঞ্চায়েত নিয়ে আদালতে বড় ধাক্কা খেল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস

রাজ্য-রাজনীতিতে পঞ্চায়েত নিয়ে উত্তপ্ত আবহের মধ্যেই হাইকোর্টে বড়সড় ধাক্কা রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের। গতকাল হাইকোর্টে সিঙ্গল বেঞ্চের রায়কে আজ আদালতে চ্যালেঞ্জ জানায় তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের সেই দাবি মেনে মামলা যায় বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার ও বিচারপতি অমিত মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে। শাসকদলের হয়ে সওয়াল করেন দলের সাংসদ তথা সহ-সভাপতি কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি ডিভিশন বেঞ্চকে জানান, এই মামলার দ্রুত শুনানির প্রয়োজন। আজই এই মামলার শুনানির দাবি করেন তিনি।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এই পরিপ্রেক্ষিতে বিচারপতিদের ডিভিশন বেঞ্চ রীতিমত বিস্ময় প্রকাশ করেন। তাঁদের মত, ভোট প্রক্রিয়া স্থগিত হয়ে যাওয়ায় সবথেকে সমস্যায় নির্বাচন কমিশন। অথচ সেই নির্বাচন কমিশনের তরফে এখনও পর্যন্ত কোনও আবেদন নেই! নির্বাচন কমিশনের কোনও পিটিশন দাখিল না করা যথেষ্ট বিস্ময়ের, তাহলে শাসকদলের হয়ে কল্যানবাবু কেন এত তড়িঘড়ি মামলার শুনানি চাইছেন? এরপরেই বিচারপতিরা স্পষ্ট করে দেন, সব পক্ষকে নোটিশ দেওয়ার পরই শুনানি হবে। আর এই মামলার শুনানি হবে সোমবার। এমনকি সেইদিনই সিঙ্গল বেঞ্চের অধীনে থাকা মামলাটিরও শুনানি হবে। আর ডিভিশন বেঞ্চের এই রায় শাসকদলকে যথেষ্ট অস্বস্তিতে ফেলে দিল বলেই মনে করছেন সংশ্লিষ্ট রাজনৈতিকমহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!