এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > বিহার হাতে আসতেই বাংলা নিয়ে প্রস্তুতি শুরু, বড় দ্বায়িত্ব পেলেন অনুপম হাজরা

বিহার হাতে আসতেই বাংলা নিয়ে প্রস্তুতি শুরু, বড় দ্বায়িত্ব পেলেন অনুপম হাজরা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- বিহারে ইতিমধ্যেই সাফল্য এসেছে বিজেপির। আর সেই সাফল্যের পর বাংলায় বিজেপি নেতা মন্ত্রীরা যে নতুন করে আত্মবিশ্বাসী হয়ে উঠেছে সেই কথাই বলেছিলেন বিশ্লেষকেরা। এমন পরিস্থিতিতে এরপর বাংলা দখল করতে তাই বিজেপি যে উঠেপড়ে লাগবে, সে কথা আলাদা করে বলে দিতে হয় না। আর তারই আভাস পাওয়া গেল বাংলায়।

সম্প্রতি বিধানসভা নির্বাচনে বাংলাকে নিজের হস্তগত করতে বিজেপি থেকে বড় দায়িত্ব দেওয়া হল অনুপম হাজরাকে। আর সেখানে এবার বিধানসভা নির্বাচনের আগে বুদ্ধিজীবীদের একত্রিত করার ভাবনাই দেখা গেছে বিজেপিতে। আর বিজেপির শীর্ষ নেতৃত্ব থেকে এই দায়িত্বই দেওয়া হয়েছে কেন্দ্রীয় সম্পাদক তথা বোলপুরের প্রাক্তন সাংসদ, অধ্যাপক অনুপম হাজরাকে। আর এক্ষেত্রে অমিত শাহের বাংলা সফরকেই ইঙ্গিতপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এই বিষয়ে অনুপম হাজরা জানিয়েছেন, অমিত শাহের উপস্থিতিতে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বি এল সন্তোষের সঙ্গে তাঁর কথা হয়েছে।আর সেক্ষেত্রে সমাজের বিশিষ্ঠজনদের নিয়ে অরাজনৈতিকভাবে রাজনৈতিক সচেতনতা প্রচার করার পরিকল্পনা করা হয়েছে। তাঁর কথায়, “হাতে পতাকা ধরিয়ে দিয়ে সমাজের বুদ্ধিজীবী সম্প্রদায়কে দলে নিয়ে আসতে আমি চাই না। একটু অন্য আঙ্গিকে তাঁদেরকে আমাদের পক্ষে আনতে হবে।”

আর তাই বিরোধীদের দিকে আঙুল না তুলে মোদির নেতৃত্বে যে সাফল্য রয়েছে, বা তাঁর যেসব জনহিতকর কাজ, সেগুলিকে বেশি করে তুলে ধরতে হবে বলেই মনে করছেন তিনি। আর তাই গ্রামে মোদির নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের যে সাফল্য তার প্রচার সেভাবে হয় হলেও, সেই কাজটাই শিল্পীদের মাধ্যমে করতে হবে বলেই মনে করছেন তিনি। অরাজনৈতিক মঞ্চের মাধ্যমে বুদ্ধিজীবীদের একত্রিত করে কেন্দ্রীয় সরকারের জনহিতকর কাজ নিয়ে সেমিনার কিংবা বিতর্কের আয়োজনও করার ভাবনা রয়েছে এখানে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বস্তুত, সরাসরি বিজেপির হয়ে স্লোগান না দিয়ে, নতুন আঙ্গিকে এভাবেই বুদ্ধিজীবীদের মাধ্যমে নীরবে মোদি সরকারের সাফল্যের প্রচার করার কথাই ভাবা হয়েছে বলে জানা গেছে। যেখানে তাঁরা এভাবেই জনমত গঠন করতে সক্ষম হবেন। সেইসঙ্গে বাউল শিল্পীদেরও নিয়ে কাজ করারও পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানা গেছে। এবিষয়ে অনুপম হাজরা বলেন, বোলপুরে থাকা এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনা করায় সুবাদে বাউল শিল্পীদের সঙ্গে তাঁর সখ্যতা রয়েছে।

আর সেটাকে তিনি কাজে লাগাতে পারবেন। শুধু তাই নয়, তাঁর কথায়, “শান্তিনিকেতনে আমার অনেক পুরনো বন্ধু আমার রয়েছে। যারা পিএইচডি করেছে। তাঁদের বলেছি মোদিজির সাফল্য নিয়ে গান তৈরি করতে। এই গান গাইবে বাউল শিল্পীরা। লোকাল বা এক্সপ্রেস ট্রেনে বাউলরা গান গাইতে ওঠেন। বাউল গান মানুষ মন দিয়ে শোনে। ট্রেনে মোদির নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের সাফল্য নিয়ে গান গাইবে বাউলরা। লক্ষ লক্ষ মানুষের কানে পৌঁছে যাবে সেই কথা।”

আর এভাবেই প্রচার চলবে বলেও জানান তিনি। সেই সঙ্গে এই ধরণের প্রস্তাব বাস্তবায়িত করার ক্ষেত্রে অনুপম হাজরার মত, “আমার ভাবনা বি এল সন্তোষজিকে বলেছি। উনি সব কিছু প্রস্তুত করে আমাকে দিল্লিতে যেতে বলেছেন।” অন্যদিকে বিজেপির কেন্দ্রীয় সম্পাদকের এই বিষয়ে জানিয়েছেন, তৃণমূল বা সিপিএমের বুদ্ধিজীবী সংগঠনের থেকে বিজেপির এই বুদ্ধিজীবীদের কমিটি আলাদা হবে। তবে সেই বুদ্ধিজীবী কমিটিতে কারা থাকবে, এখন সেটাই দেখার অপেক্ষা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!