এখন পড়ছেন
হোম > রাজ্য > বিহারে এনডিএ জোটে নতুন করে বড় ফাটল প্রকাশ্যে,চিন্তায় মোদী-শাহ জুটি

বিহারে এনডিএ জোটে নতুন করে বড় ফাটল প্রকাশ্যে,চিন্তায় মোদী-শাহ জুটি


লোকসভা ভোটের আগে বিহার এনডিএ জোট নিয়ে আশায় বুক বাধছিলো কেন্দ্রীয় পদ্মশিবির। কিন্তু সেই কর্মসূচি অধরাই থেকে গেলো এমনটাই দাবী গেরুয়া পার্টির। সম্প্রতি বিহারে কেন্দ্রীয় সরকারের চার বছরের সফলতার খতিয়ান তুলে ধরতে এবং জোটবার্তার কথা সাধারণ মানুষের সামনে তুলে ধরতে একটি নৈশভোজের আয়োজন করা হয়েছিলো বিজেপির শীর্ষনেতৃত্বের তরফ থেকে। কথা ছিল সেখানে হাজিরা দেবেন বিজেপিসহ-জেডি(ইউ),এলজেপি এবং আরএসএলপি। কিন্তু প্রতিশ্রুতি দিয়েই নির্ধারিত দিনে মুখ দেখালেন না আরএসএলপির মুখপাত্র উপেন্দ্র কুশওয়াহা।  তার বদলে এলেন দলের অন্য আরেক সদস্য।এর ফলে তৈরি হল সমস্যা। এমনকি দলের ভিতর অসন্তোষও সৃষ্টি হল আরএসএলপির সভাপতির কথা দিয়েও না আসায়। তবে তাঁর না আসার ফলে  জোটবার্তা দেওয়ার কর্মসূচিটি থেমে গেলো কিনা তা নিয়ে কোনো নেতাই প্রকাশ্য মন্তব্য করলেন না মিডিয়ার সামনে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

রাজনৈতিক সূত্রের খবর থেকে জানা গেছে, আসন্ন লোকসভা ভোটের কথা মাথায় রেখেই জোট গড়ার বাসনা ছিল পদ্মশিবিরের। আর এই নৈশভোজ সেই উদ্দেশ্যেই আয়োজন করা হয়েছিলো। কারণ ইতিমধ্যেই অনেক শরিক নাকি বিজেপি ছেঁড়ে অন্য দলের সঙ্গে হাত মিলিয়েছেন। এছাড়া বিহারের জোটের প্রধান মুখ্যমন্ত্রী নীতীশ কুমার কিনা সেই বিষয়টাও পরিষ্কার হল না নৈশভোজে। অন্যদিকে, আরএসএলপির সভাপতি উপেন্দ্র কুশওয়াহা ২০২০ এর বিধানসভা ভোটে মুখ্যমন্ত্রী পদের জন্যে দাঁড়াতে চান। ফলত নীতিশজীর দলের সঙ্গে নৈশভোজকে এড়িয়ে গিয়ে সরাসরি অসন্তোষের ক্ষেত্র প্রস্তুত করছেন কিনা কুশওয়াহা সে ব্যাপারটাও খোলাখুলি ভাবে উঠে এল না। তবে সংশয় একটা থেকেই যাচ্ছে। যার প্রমাণ আরএসএলপির নেতা নাগমনির বক্তব্য। তিনি জানান যে বর্তমানে যা পরিস্থিতি তাতে নীতিশ কুমারের ভাবমূর্তিকে সামনে রাখলে যাদব সম্প্রদায়ের ভোট মিলবে না। যাদব সম্প্রদায়ের ভোট ছাড়াও কুশওয়াহা বিহারে বাড়িয়েছেন ১০% ভোট। এমনকি  নীতিশজির উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়েও বললেন যে তিনি কত ভোট আনতে পারবেন। আর এর নিশ্চয়তা কোথায় যে জোট বাঁধতে আরজেডির কাছে যাবেন না! এরপর তিনি সাফ ভাষায় জানালেন যে জোটের মুখ হিসাবে নীতিশজিকে তাঁরা মেনে নিচ্ছেন না। তবে নাগমণির কথার সাফাই দিতে হাজির ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর নিজেই। তিনি বললেন যে এনডিএ অত্যন্ত শক্তিশালী জোট। এই জোটের হাত ধরেই বিহারে উন্নয়ন আসবে। আপাতত লোকসভা ভোটের আগে জোটবার্তা নিয়ে চাপানউতোর চলছে বিহারের পদ্মশিবিরে। যা রক্তচাপ বাড়াচ্ছে মোদীজি এবং অমিহশাহদেরও।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!