এখন পড়ছেন
হোম > জাতীয় > Bihar Result Live: শেষ মুহূর্তের লড়াইয়ে চূড়ান্ত উত্তেজনা! সব সমীকরণ উল্টে দেবে যে আসনগুলি!

Bihar Result Live: শেষ মুহূর্তের লড়াইয়ে চূড়ান্ত উত্তেজনা! সব সমীকরণ উল্টে দেবে যে আসনগুলি!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – তিন দফায় শেষ হয়েছে বিহারের বিধানসভা সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ। আর তারপরেই একে একে সামনে আসতে শুরু করেছিল বিভিন্ন সংস্থার করা এক্সিট পোল। সেখানে ইঙ্গিত – এবারের লড়াই হতে চলেছে কড়া টক্করের। করোনা আবহে এবারের নির্বাচন যথেষ্ট কঠিন ছিল – সেই চ্যালেঞ্জ পেরিয়ে ছোটোখাটো অশান্তি ছাড়া মোটের উপর শান্তিপূর্ণই হয়েছে বিহারের ভোটপর্ব।

এবার পালা ভোট গণনার – যা আজ সকাল ৮ টা থেকে শুরু হয়েছে। সেখানেই ফয়সালা হয়ে যাবে – বিহারে চতুর্থবারের জন্য কুর্সিতে বসতে চলেছেন নীতিশ কুমার, নাকি মহাজোটের মুখ হিসাবে ক্ষমতা দখলে করবেন তেজস্বী যাদব। টানটান উত্তেজনার মধ্যে দিয়ে মাঝের কটা দিন কাটিয়েছে রাজনৈতিক দলগুলি। এবার পালা ফলাফল সামনে আসার। বিহার নির্বাচনের প্রতি মুহূর্তের লাইভ আপডেট পেতে চোখ রাখুন প্রিয় বন্ধু মিডিয়ার পেজে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এখনও পর্যন্ত বিহার বিধানসভার চিত্র –
মোট আসন – ২৪৩
গণনা চলছে / ঘোষিত – ২৪৩
সংখ্যাগরিষ্ঠতা – ১২২

এনডিএ – ১২৪
[জেডিইউ – ৪৩
বিজেপি – ৭৪
ভিআইপি – ৪
হ্যাম – ৩
]

মহাজোট – ১১২
[আরজেডি – ৭৫
কংগ্রেস – ২০
সিপিআই – ৩
সিপিআইএম – ২
সিপিআইএমএল – ১২
]

অন্যান্য – ৭
[
এলজেপি – ০
আইমিম – ৫
বসপা – ১
নির্দল – ১
]

এখনও পর্যন্ত প্রাপ্ত খবর অনুযায়ী ৩১ টি আসন এমন রয়েছে যেখানে দুই নিকটতম প্রতিদ্বন্দ্বীর মধ্যে পার্থক্য সাড়ে ৩ হাজার ভোটেরও কম। এদিকে এনডিএ জোট রয়েছে সংখ্যাগরিষ্ঠতার থেকে দুটি বেশি আসনে। আর মহাজোট রয়েছে ১০ টি আসন পিছনে। এছাড়াও আইমিম ও বসপা মোট ৬ আসনে এগিয়ে, প্রয়োজনে যা মহাজোটের দিকে ঝুঁকে পড়তে পারে।

ফলে ওই ৩১ টি আসনের ফলাফল এদিক-ওদিক হলেই এনডিএ জোটের মুখ্যমন্ত্রীর কুর্সির স্বপ্ন ভেঙে যেতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, সারাদিন ধরে এই ৩১ টি আসনে যে ওঠানামা হয়েছে – তাতে করে যে কোন ফলাফলই শেষ পর্যন্ত সামনে আসতে পারে। আর তাই আবার শেষবেলায় বিহারের ভোটগণনা টানটান উত্তেজনার আবহে পৌঁছে গেছে। একনজরে দেখে নিন টানটান উত্তেজনার সেই ৩১ টি আসনের শেষ চিত্র –

৯. সিক্তা – সিপিআইএমএল 1135 ভোটে এগিয়ে
১৬. কল্যাণপুর – আরজেডি 1688 ভোটে এগিয়ে
১৮. মধুবন – বিজেপি 3382 ভোটে এগিয়ে
২৭. বাজপট্টি – আরজেডি 130 ভোটে এগিয়ে
৪৪. ত্রিবেণীগঞ্জ – জেডিইউ 23 ভোটে এগিয়ে

৭২. সিংহেশ্বর – আরজেডি 3073 ভোটে এগিয়ে
৭৭. মহিষী – আরজেডি 861 ভোটে এগিয়ে
৮৮. গাইঘাট – আরজেডি 1285 ভোটে এগিয়ে
১০৩. ভোরে – জেডিইউ 804 ভোটে এগিয়ে
১০৫. সিয়ান – আরজেডি 385 ভোটে এগিয়ে

১১৮. চাপরা – আরজেডি 676 ভোটে এগিয়ে
১২০. আমনৌর – বিজেপি 2862 ভোটে এগিয়ে
১২৯. মাহনার – আরজেডি 3263 ভোটে এগিয়ে
১৩৩. সমস্তিপুর – জেডিইউ 405 ভোটে এগিয়ে
১৪৪. মতিহানি – জেডিইউ 963 ভোটে এগিয়ে

১৪৮. আলাউলি – আরজেডি 3040 ভোটে এগিয়ে
১৪৯. খাগারিয়া – কংগ্রেস 2393 ভোটে এগিয়ে
১৫১. পারবাত্তা – জেডিইউ 971 ভোটে এগিয়ে
১৫৯. অমরপুর – জেডিইউ 3242 ভোটে এগিয়ে
১৬০. ধৌরাইয়া – আরজেডি 1270 ভোটে এগিয়ে

১৬৪. তারাপুর – জেডিইউ 3230 ভোটে এগিয়ে
১৬৫. মুঙ্গের – বিজেপি 3292 ভোটে এগিয়ে
১৭০. বড়বিঘা – জেডিইউ 598 ভোটে এগিয়ে
১৭৪. ইসলামপুর – জেডিইউ 3297 ভোটে এগিয়ে
১৭৫. হিলসা – আরজেডি 48 ভোটে এগিয়ে

১৯৪. আড়া – সিপিআইএমএল 819 ভোটে এগিয়ে
১৯৬. তারারি – সিপিআইএমএল 2859 ভোটে এগিয়ে
২০৯. কারাগহর – কংগ্রেস 2143 ভোটে এগিয়ে
২১২. দেহরি – আরজেডি 81 ভোটে এগিয়ে
২৩১. টিকারী – কংগ্রেস 1590 ভোটে এগিয়ে
২৪২. ঝাঁঝাঁ – জেডিইউ 798 ভোটে এগিয়ে

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!