এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বিহার শেষ, এবার নজর পশ্চিমবঙ্গ, এবার নয়া পদক্ষেপ নিতে চলছে কমিশন

বিহার শেষ, এবার নজর পশ্চিমবঙ্গ, এবার নয়া পদক্ষেপ নিতে চলছে কমিশন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দেশজুড়ে একের পর এক রাজ্যে বিধানসভা নির্বাচন হয়ে চলেছে। বর্তমানে চলছে বিহার বিধানসভা নির্বাচনের পালা। তিন দফা নির্বাচনের শেষে আগামীকাল বের হতে চলেছে বিহার বিধানসভা নির্বাচনের ফলাফল। এর পরেই পশ্চিমবঙ্গের পালা। 2021 এর বিধানসভা নির্বাচনে মধ্য দিয়ে বাংলার মসনদে কে বসবে তা নিয়ে এখন থেকেই জোরদার প্রস্তুতি শুরু হয়েছে বাংলার রাজনৈতিক মহলে। আর সেদিকে নজর দিয়েই এবার নির্বাচন কমিশন পরবর্তী পদক্ষেপ গ্রহণ করতে চলেছে বলে জানা যাচ্ছে।

সোমবার প্রাথমিকভাবে একটি জরুরী বৈঠকে বসতে চলেছে রাজ্যের সব রাজনৈতিক দলের প্রতিনিধিরা ও ভারতীয় নির্বাচন কমিশনের এ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক c.e.o. আরিজ আফতাব। একুশের বিধানসভা নির্বাচনের জন্য আর বিশেষ সময় বাকি নেই। আর তাই নির্বাচন কমিশনের এহেন পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর, হয়তো আগামী এপ্রিল মে মাস নাগাদ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন হতে চলেছে। আর তা যদি হয়, তাহলে খুব শীঘ্রই একের পর এক পদক্ষেপ নেবে নির্বাচন কমিশন।

জানা গিয়েছে, রাজ্যের করোনা পরিস্থিতি যেহেতু এখনো কাটেনি, তাই সেদিকে নজর রেখেই আগামী বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের জন্য বাড়তি সতর্কতা গ্রহণ করা হবে বলে জানা যাচ্ছে। সূত্রের খবর করোনা সতর্কতায় প্রত্যেক বুথে ভোটার সংখ্যা বেশ কিছুটা কমে যাবে। পাশাপাশি সংখ্যাও বাড়বে। ভোটদানের জন্য ভিড় কমাতে বেশ কয়েক দফায় এবারের বিধানসভা নির্বাচন করাতে পারে কমিশন বলে জানা যাচ্ছে। তবে আগামী দিনের পরিস্থিতির উপর সবকিছু নির্ভর করছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু সর্বক্ষেত্রেই নির্বাচন কমিশন বাংলার রাজনৈতিক দলগুলির মতামতের ওপর গুরুত্ব দেবে বেশি। অন্যদিকে কমিশন সূত্রে খবর, নভেম্বরের শেষ থেকে ভোটার তালিকায় নাম তোলার কাজ শুরু হতে চলেছে। ডিসেম্বর পর্যন্ত চলবে ভোটার তালিকা সংশোধনীর কাজ। তার আগে খসড়া ভোটের তালিকা প্রকাশিত হবে। নাম তোলা থেকে শুরু করে বাদ দেওয়া, আবেদন গ্রহণ এবং শুনানি প্রক্রিয়া চলবে জানুয়ারি পর্যন্ত। সব ঠিকঠাক থাকলে ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। তারপরেই আগামী বিধানসভা নির্বাচনের ভোটের নির্ঘণ্টও প্রকাশ করা হবে কমিশনের পক্ষ থেকে। আগামী বছর পশ্চিমবঙ্গের পাশাপাশি বিধানসভা নির্বাচন হতে চলেছে আসাম, কেরল, তামিলনাড়ু এবং পুদুচেরিতেও।

সব মিলিয়ে একের পর এক রাজ্যে বিধানসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। তবে মনে করা হচ্ছে নির্বাচন কমিশনের কাছে বিরোধীরা  তাদের বিভিন্ন বিষয়ে আপত্তি অবশ্যই জানাবে। অন্যদিকে পশ্চিমবঙ্গে করোনা আবহে নির্বাচন করাতে বেশ কড়া মনোভাব নিতে চলেছে নির্বাচন কমিশন বলে জানা যাচ্ছে। প্রত্যেকবারেই শাসকদলের বিরুদ্ধে ওঠে নির্বাচনে গন্ডগোল বাঁধানোর অভিযোগ। সেদিকে এবার কড়া নজর রাখতে চলেছে নির্বাচন কমিশন। আপাতত নির্বাচন কমিশনের পক্ষ থেকে কি কি পদক্ষেপ নেওয়া হবে রাজ্যের বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে, সেদিকেই এখন নজর সবার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!