এখন পড়ছেন
হোম > জাতীয় > কে বসবে বিহারের মসনদে? কি বলছে চানক্য? জেনে নিন

কে বসবে বিহারের মসনদে? কি বলছে চানক্য? জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- সদ্য শেষ হয়েছে বিহারে তিন দফায় বিধানসভা নির্বাচন। ভোট পর্ব শুরু থেকেই চারিদিকে নীতিশের প্রশাসনিক ব্যর্থতা নিয়ে গুঞ্জন শুরু হয়েছিল। করোনা পরিস্থিতিতে নীতিশের প্রশাসনের ব্যর্থতাই যে তাদেরকে বাড়ি পাঠিয়ে দিতে পারে, সে কথা আন্দাজ করেছিলেন রাজনীতিকরা।

সে দিক থেকে দেখতে গেলে তাদেরকে আগামী পাঁচ বছর বিহারে এনডিএ বিরোধী ভূমিকা পালন করতে হবে বলেই মনে করেছিলেন অনেকে। আর তেজস্বী যাদব কর্মসংস্থানের ইস্যুকে সামনে রেখে জনপ্রিয়তা অর্জন করে নেবে বলেই মনে করা হয়েছে। তবে দুই দফা ভোট শেষের পরে তেজস্বী যাদব যে খানিকটা এগিয়ে রয়েছেন, সেই ইঙ্গিত পাওয়া গেছে।

তবে আর এক দফা ভোটের গণনা নিয়ে লড়াই যে জোর কদমে হবে সেই ইঙ্গিতই দিয়েছে অনেকে। এছাড়া অনেক ভোটের সমীক্ষাতে বেশিরভাগকেই বলতে দেখা গেছিল আরজেডি কংগ্রেস এবং বাম জোটই এগিয়ে রয়েছে। বিহারে তৃতীয় দফার বিধানসভা ভোটের পর এবিপি আনন্দ-সি ভোটার বুথ ফেরত সমীক্ষা বলছে, ২৪৩ সদস্যের বিধানসভায় বিজেপি-নীতীশ কুমারের ক্ষমতাসীন এনডিএ পেতে পারে ১০৪-১২৮টি আসন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে আরজেডি নেতৃত্বাধীন মহাজোট সেইসঙ্গে ১০৮-১৩১টি আসন পেতে পারে বলেই মনে করা হচ্ছে। আর তাই সমীক্ষা অনুযায়ী, আরজেডি বিহার ভোটে একক সংখ্যাগরিষ্ঠ দল হতে চলেছে বলেও মনে করা হচ্ছে। অন্যদিকে, চিরাগ পাসওয়ান নেতৃত্বাধীন এলজেপি ও বাকি দল এবার ভোটে তেমন প্রভাব ফেলতে পারবে না বলেই দেখা গেছে সমীক্ষায়।

তবে কি বলছে চানক্যের সমীক্ষা? জানা গেছে, চাণক্য সমীক্ষা অনুযায়ী, ১৮০ টি আসন তথা দুই তৃতীয়াশ সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে আরজেডি-বাম কগ্রেস জোট। আর বিজেপি জেডিইউ মিলে পেতে পারে ৫৫টি আসন। দেখা গেছে, ৬৩ শতাংশ ভোটদাতাই বিরোধী জোটকে বেছে নিয়েছে। এর মধ্যে আবার ৩৫ শতাংশ ভোট এসেছে কর্মসংস্থান ইস্যুতে। এছাড়া দুর্নীতি ইস্যুতে ভোট এসেছে ১৯ শতাংশ এবং উন্নয়ন ইস্যুতে ২৮ শতাংশ ভোট এসেছে। ফলত অনুমান অনুযায়ী, মহাজোটে এনডিএ শিবিরে ধস নামতে চলেছ বলেই মনে করা হচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!