এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বিহারে বামেরা ঘুরে দাঁড়াতেই, আশার আলো দেখছে বাংলা,জেনে নিন

বিহারে বামেরা ঘুরে দাঁড়াতেই, আশার আলো দেখছে বাংলা,জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – 2011 সালের বিধানসভা নির্বাচনের পর থেকেই বাংলাজুড়ে বাম শক্তি ক্রমশ পিছিয়ে পড়তে থাকে। বর্তমানে বাম শক্তি এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যে তাঁরা লড়াইয়ের জন্য বাংলাতে অন্যতম বিরোধী দল কংগ্রেসের সঙ্গে জোট করতে বাধ্য হচ্ছে। কিন্তু এরই মধ্যে রাজ্যের বাম শিবিরের জন্য যথেষ্ট ভালো খবর বিহার বিধানসভা নির্বাচনে। বিহার বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হওয়া মাত্রই দেখা যাচ্ছে সেখানে সিপিআই, সিপিএম এবং সিপিআইএমএল প্রত্যেকেই আসন অধিগ্রহণ করেছে। আর এই ফলাফল খুব স্বাভাবিকভাবেই বাংলার বামেদের মনে আত্মবিশ্বাস বাড়াবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

প্রায় 25 বছর পর বিহার বিধানসভা নির্বাচনে উল্লেখযোগ্য ফল করল বামেরা। আরজেডির সঙ্গে গাঁটছড়া বেঁধে বিহারে 29 টি আসনে তিনটি বাম দল লড়াইতে নেমেছিল। শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, খুব বড় পরিবর্তন না হলে 29 টির মধ্যে 18 টি আসনে জিততে পারে বাম শিবির। অর্থাৎ বামেদের স্ট্রাইক রেট বিজেপি ও কংগ্রেসের তুলনায় অনেকটাই বেশি, প্রায় 60% এর বেশি বলে মনে করা হচ্ছে। 243 টি আসনের বিহার বিধানসভায় মোট 29 টি আসন ভাগাভাগি করে লড়াইতে নেমেছিল তিনটি বাম দল। যথা- সিপিআই, সিপিএম এবং সিপিআই (এমএল) লিবারেশন। এরমধ্যে সিপিআই (এমএল) 19 টি, সিপিআই 6 টি এবং সিপিএম চারটি আসনে প্রার্থী দেয়।

শেষ পাওয়া খবর অনুযায়ী, বিহারেসিপিআই (এমএল) 11 টি এবং অন্যান্য দুটি বাম দল দুটি করে আসনে এগিয়ে ছিল। অর্থাৎ তিনটি বামদল প্রত্যেকে একটি করে আসন দখল করেছে। বিশেষজ্ঞদের মতে, যদি ফলাফল এই ধারায় এগোতে থাকে তাহলে বিহারে বামেদের ঝুলি ভরে উঠতে পারে প্রায় 18 টি আসনে। 29 টি আসনে লড়াই করে অর্ধেকের বেশি আসনে জয়লাভ করা মোটেই সহজ নয় বলেই মনে করছে রাজনৈতিক মহল। অন্যদিকে বাংলার রাজনীতিবিদদের মতে, বিহারের এই লড়াই বাংলার বামশক্তিকে নতুন করে অক্সিজেনের যোগান দেবে। বাংলা, ত্রিপুরার মতন শক্ত ঘাঁটি বামেদের হাতছাড়া হওয়ার পর দেশজুড়ে ক্রমশ দুর্বল হয়ে পড়ছিল তাঁরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বাংলাতে তাঁরা কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা করে বিধানসভার লড়াইয়ে নামার জন্য প্রস্তুতি নিচ্ছে। কিন্তু বিহারে দেখা যাচ্ছে বামেদের থেকে কংগ্রেস কিন্তু পিছিয়ে রয়েছে স্ট্রাইক রেটে। যথারীতি মনে করা হচ্ছে, বিহারের পরিসংখ্যানকে তুলে ধরে এবার কংগ্রেসের সঙ্গে দরকষাকষিতে নামতে চলেছে এ রাজ্যের বাম দল। প্রশ্ন উঠেছে, বিহারে তুলনামূলকভাবে বামদলগুলো এত ভাল ফলাফল করার কারণ কি? সেক্ষেত্রে রাজনৈতিক মহলের সমীক্ষায় উঠে এসেছে বেশ কিছু পর্যাপ্ত কারণ।

তার মধ্যে অন্যতম হলো শ্রমজীবী মানুষের প্রতি বঞ্চনাকে তুলে ধরা। বিহারে লকডাউনে কাজ হারিয়ে বহু মানুষ রাজ্যে ফিরেছে। তাঁদের সমস্যার কথা যেভাবে বাম শিবিরগুলি তুলে ধরেছে অন্য কোন দল সেভাবে তুলে ধরতে ব্যর্থ হয়েছে বলে মনে করা হচ্ছে। বিহারের বাম নেতারা বিহারের স্থানীয় সমস্যা, প্রান্তিক মানুষদের পাশে দাঁড়াতে যেভাবে এগিয়ে এসেছে, তার ফল মিলেছে হাতেনাতে। আপাতত প্রশ্ন, বিহারের মত একই সমীকরণ কি বাংলাতেও কাজ করবে? যদিও তা নিয়ে ইতিমধ্যেই পরীক্ষা নিরীক্ষা শুরু করে দিয়েছে বাংলার বাম শিবির।

এতদিন পর্যন্ত রাজ্যে বামেরা পিছিয়ে থাকলেও বিহারের জয় রাজ্যের বাম শক্তিদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তার ফলস্বরূপ এবার একুশের বিধানসভা নির্বাচনে বাম শক্তিগুলি নতুন কোনো চমক দেখাতে পারেন কিনা সেদিকে কিন্তু এখন নজর সবার। তবে রাজ্যের বিধানসভা নির্বাচনে এবার লড়াই সমস্ত রাজনৈতিক দলগুলির জন্যই চূড়ান্ত কঠিন হতে চলেছে বলে মত রাজনৈতিক মহলের। আর তাই প্রত্যেকেই তোড়জোড় শুরু করেছে এই লড়াই জেতার।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!