এখন পড়ছেন
হোম > জাতীয় > বিহারে ভালো ফল করে বাংলায় তৃণমূলের সাথে জোট বাঁধতে রাজি বাম নেতা, জল্পনা তুঙ্গে!

বিহারে ভালো ফল করে বাংলায় তৃণমূলের সাথে জোট বাঁধতে রাজি বাম নেতা, জল্পনা তুঙ্গে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিহারের নির্বাচনে বেশিরভাগ বুথ সমীক্ষা-রিপোর্ট দাবি করেছিল যে, তেজস্বী যাদবের নেতৃত্বে মহাজোট বড় জয় নিয়ে ক্ষমতায় আসতে চলেছে। সেইসঙ্গে মহাজোটের শরিক হিসেবে বাম দলগুলো উল্লেখযোগ্য সাফল্য পাবে। তবে, শেষ পর্যন্ত সমীক্ষার রিপোর্ট অনুযায়ী মহাজোট ক্ষমতায় না এলেও, বাম দলগুলোর ভালো সাফল্য এসেছে। ২৯ টি আসনে প্রার্থী দিয়ে সিপিআইএম লিবারেশন, সিপিআই, সিপিএম ১৬ টি আসন পেয়েছে। আবার সিপিআইএম লিবারেশন একাই ১২ টি আসন পেয়েছে। যা দেখে উচ্ছ্বসিত সিপিআইএম লিবারেশন। এই ফলাফলের পর আগামী ২০২১ এর পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বাম দলগুলির কি করা দরকার? সে বিষয়ে বিশেষ পরামর্শ দিলেন সিপিআইএম লিবারেশন দলের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য। তাঁর এই পরামর্শ নিয়ে তীব্র শোরগোল পড়ে গেল বাম দলের অন্দরে।

সিপিআইএম লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানালেন যে, পশ্চিমবঙ্গের একটা সমস্যা হচ্ছে এখানে অনেক বামপন্থীরা জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে রাজ্য রাজনীতিকে দেখেন না। এখানে লড়াইটা রাজ্য সরকারের বিরুদ্ধে কেন্দ্রীভূত হয়ে পড়ছে। যার ফলে বিজেপি সুযোগ লাভ করছে।তাঁর এই বক্তব্য শুনে সঞ্চালক তাঁকে প্রশ্ন করেছিলেন যে, তবে কি তৃণমূলের সঙ্গে জোট বাঁধতে সিপিআইএম লিবারেশনের কি কোন আপত্তি নেই? এর উত্তরে দীপঙ্কর ভট্টাচার্য জানালে যে, কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যাবার ক্ষেত্রে কোনো আপত্তি ব্যাপার নেই।

তার দাবি, দেশের গণতন্ত্র ও দেশবাসীর কাছে এক নম্বর বিপদ হল বিজেপি। তৃণমূল ও কংগ্রেসকে এক সারিতে ফেলা কখনই উচিত নয়। তার, এই বক্তব্যে ক্ষুব্ধ হয়েছেন বহু বাম সদস্য। কারণ, পশ্চিমবঙ্গে আগামী বিধানসভা নির্বাচনে বাম কংগ্রেসের জোট প্রায় নিশ্চিত। বাম, কংগ্রেস তৃণমূল ও বিজেপি শক্তির বিরুদ্ধে লড়াইয়ে নামতে চলেছে। এই আবহে সিপিআইএম লিবারেশনের সাধারণ সম্পাদকে দীপঙ্কর ভট্টাচার্যর এই বক্তব্য ক্ষুব্দ করেছে তাঁদের। তাঁর এই বক্তব্য নিয়ে প্রকাশ্যে বিবৃতি না দিলেও, ঘরোয়া আলোচনায় অনেক বাম সদস্য জানাচ্ছেন যে, দীপঙ্কর ভট্টাচার্যের বাংলার পরিস্থিতি সম্পর্কে কোন ধারনাই নেই।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু, দীপঙ্কর ভট্টাচার্যর মত একজন মেধাবী ছাত্র ও তাত্ত্বিক জ্ঞান সম্পন্ন মানুষের কাছে বাংলার অবস্থা সম্পর্কে কিছুই না জানা, মোটেই স্বাভাবিক ব্যাপার নয়। অনেকে মনে করছেন যে, সবকিছু জেনে-বুঝেই এ কথা বলেছেন তিনি। তাঁরা জানিয়েছেন যে, বামফ্রন্টের বাইরে থাকা যে বামপন্থী দলগুলোর সঙ্গে ১৭ টি দলের কর্মসূচী ভিত্তিক বোঝাপড়া হয়েছিল, তাঁর মধ্যে সিপিআইএম লিবারেশনও আছে। এদিকে দু’বছর আগে সিপিএমের বিগ্রেডে প্রধান অতিথি বক্তা হিসেবে এসেছিলেন দীপঙ্কর ভট্টাচার্য।

অনেকে মনে করছেন যে, তৃণমূলের সঙ্গে জোটের কথা বলে আলিমুদ্দিনের উপর পরোক্ষে চাপ বাড়াতে চাইছেন তিনি। বিহারের ফলাফল দেখিয়ে বাংলায় আসন রফায় অধিক সুবিধা নিতে চাইছেন তিনি। তবে অনেকেই মনে করছেন যে, বিহারের স্থানে স্থানে সিপিআইএম লিবারেশনের যে রকম প্রভাব রয়েছে, তা পশ্চিমবঙ্গে নেই। তাই সোশ্যাল মিডিয়ার তাঁর এই বক্তব্যের ভিডিও বাম দলের অন্দরে তীব্র শোরগোল ফেলে দিলেও, তাঁর এই কৌশল যে বিশেষ কোন কাজে আসবে না, এমনটাই মনে করছেন অনেকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!