এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিহারের ফল বের হতেই দাপট বাড়লো বিজেপির, চোখে চোখ রেখে তৃণমূলের সঙ্গে টক্করে গেরুয়া শিবির!

বিহারের ফল বের হতেই দাপট বাড়লো বিজেপির, চোখে চোখ রেখে তৃণমূলের সঙ্গে টক্করে গেরুয়া শিবির!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সদ্যই বিহার বিধানসভা নির্বাচনের ফলাফল সামনে এসেছে। বিহারে এই মুহূর্তে বিজেপি বৃহত্তম দল হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। বিহারের জয়ের ছোঁয়া লেগেছে সর্বত্র। 2021 এ পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। কিন্তু তার আগেই বিহার বিধানসভার নির্বাচনে বিজেপি তথা এনডিএর জয় বাংলার বিজেপি মহলে যে অতিরিক্ত উৎসাহ বয়ে এনেছে একথা অনস্বীকার্য। আর এই উৎসাহের আতিশয্যে এমন কিছু কান্ড ঘটছে বাংলার মাটিতে, যা রীতিমতো বিতর্কের জন্ম দিচ্ছে। সম্প্রতি রায়নার মাধবডিহিতে এমন একটি ঘটনা ঘটল, যাতে তৃণমূল ও বিজেপির সংঘাত চরম আকার পেল।

বিহারের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর রায়নার মাধবডিহিতে বিজেপি নেতা অচিন্ত্য পাঁজার নেতৃত্বে বিজেপি কর্মীরা উল্লাসে মেতে ওঠে। অভিযোগ উঠেছে উল্লাস প্রকাশ করতে গিয়ে রাতের অন্ধকারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিকে অবমাননা করা হয়। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তৃণমূল নেতৃত্বের দাবি, এলাকার বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই এ ধরনের কান্ড ঘটিয়েছে। অন্যদিকে ব্লক তৃণমূল সভাপতি অসীম কুমার পাল ইতিমধ্যেই ছয় জন বিজেপি কর্মীর বিরুদ্ধে মাধবডিহি থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করে দিয়েছে। এলাকায় উত্তেজনা ছড়িয়ে রয়েছে। যে কারণে এলাকায় পুলিশি টহল অব্যাহত।

অন্যদিকে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, একজন মুখ্যমন্ত্রীর অবমাননা করা কোনো দলেরই শোভা পায়না। বিরোধীনেত্রী হলেও তিনি যে মুখ্যমন্ত্রী সেটা মাথায় না রেখে শালীনতা ও সহিষ্ণুতার সীমা অতিক্রম করা হচ্ছে অনেক জায়গাতেই। যে পক্ষই তা করুক, তা অত্যন্ত নিন্দনীয় বলে গৃহীত হবে। এ প্রসঙ্গে তৃণমূল নেতা অসীম কুমার পাল জানিয়েছেন, রায়না দু নম্বর ব্লকের আড়ুই গ্রাম পঞ্চায়েতের লোহাই গ্রামে তৃণমূল কংগ্রেসের একটি দলীয় কার্যালয় রয়েছে। সেই কার্যালয়ে দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্ণাবয়ব একটি ছবি আঁকা রয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গিয়েছে, মঙ্গলবার বিহার বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর লোহাই গ্রামের বিজেপি নেতা অচিন্ত্য পাঁজার নেতৃত্বে গেরুয়া শিবিরের কর্মী সমর্থকরা উল্লাসে মেতে ওঠেন। তাঁরাই রাতের অন্ধকারে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের ছবি নোংরা করে। যা চরম অবমাননাকর বলা হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে। পুলিশের দায়ের করা অভিযোগের ভিত্তিতে তৃণমূল নেতা অসীম কুমার পাল জানিয়েছেন, এর আগে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা নলে গ্রামেও মুখ্যমন্ত্রীর ছবির অবমাননা করেছিল। যদিও তৃণমূল নেতা যে অভিযোগ তুলেছেন, খুব স্বাভাবিকভাবেই বিজেপি নেতা অচিন্ত্য পাঁজা মিথ্যা এবং ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন।

এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রীর সাথে সাথে একজন মুখ্যমন্ত্রী। ছবি বিকৃত করা সংস্কৃতিতে বিজেপি বিশ্বাসী নয় বলে তিনি জানান। পাল্টা তিনি দাবি করেন, লোহাই গ্রামের কোন বিজেপি কর্মী এই ঘটনার সঙ্গে যুক্ত নয়। পাশাপাশি তিনি পুলিশের সাথে তৃণমূল নেতৃত্বকেও আহ্বান জানিয়েছেন তদন্ত করার জন্য। একই সাথে তিনি অভিযোগ তুলেছেন, তদন্ত শুরু হওয়ার আগেই তৃণমূলের লোক লোহাই গ্রামের বিজেপি কর্মীদের ওপর সন্ত্রাস চালাচ্ছে। অন্যদিকে জেলা বিজেপি সভাপতি সঞ্জীব নন্দী জানিয়েছেন, বিজেপি কর্মীদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে। এই ঘটনা ইতিমধ্যে জেলা বিজেপি সভাপতি রাজ্য নেতৃত্বকে জানিয়েছেন বলে খবর।

বিশেষজ্ঞদের মতে, 2021 এর বিধানসভা নির্বাচনের আর বিশেষ দেরি নেই। খুব স্বাভাবিকভাবেই উত্তেজনা বাড়ছে রাজ্যের শাসক ও বিরোধী দলের মধ্যে। কিন্তু অন্য রাজ্যে জয়ের উল্লাস প্রকাশ করে এ রাজ্যের রাজনৈতিক সংস্কৃতি আঘাত পেলে তা অত্যন্ত চিন্তার ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। তবে রাজনৈতিক মহলের একাংশের মতে, বিহারের জয় কিন্তু এ রাজ্যের বিজেপি শিবিরে অক্সিজেন যোগানের কাজ করেছে। যার ফলস্বরূপ রাজ্যের বিভিন্ন জায়গায় দাপট বাড়ছে গেরুয়া শিবিরের। এবং একুশের বিধানসভা নির্বাচন শুরু হওয়ার আগেই সরাসরি তৃণমূলের সঙ্গে সংঘাতে নেমে পড়েছে গেরুয়া শিবির। আপাতত রায়নার মাধবডিহি লোহাই গ্রামের ঘটনা নিয়ে যে চরম উত্তেজনা ছড়িয়েছে তা অনস্বীকার্য।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!