এখন পড়ছেন
হোম > জাতীয় > বিহারের নির্বাচনী ফলের সাথে বাংলার কোনো সম্পর্ক নেই, নতুন যুক্তি খাড়া করে বিজেপিকে পাল্টা তৃণমূলের

বিহারের নির্বাচনী ফলের সাথে বাংলার কোনো সম্পর্ক নেই, নতুন যুক্তি খাড়া করে বিজেপিকে পাল্টা তৃণমূলের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতকাল বিহারের বিধানসভা নির্বাচনের গণনা ফলাফল ঘোষিত হল। দিনভর হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শেষ পর্যন্ত জয় এলো এনডিএ জোটের। অধিকাংশ বুথ ফেরত সমীক্ষা, বিরোধী দলের বিরূপ প্রচার, হাথরাস কাণ্ডের অভিযোগ, নয়া কৃষি আইনের বিরুদ্ধে প্রচার সমস্ত কিছুকেই ভোঁতা করে দিয়ে বিহারের বিধানসভা নির্বাচন ও দেশের একাধিক স্থানের উপনির্বাচনে উল্লেখযোগ্য ফল লাভ করল বিজেপি। রাজ্য বিজেপি নেতারা এই জয়ে যথেষ্ট উচ্ছ্বসিত। গতকাল বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় জানিয়েছিলেন যে, আগামী বিধানসভা নির্বাচনে বাংলায় আরো ভালো ফল করবে বিজেপি। তবে, বিজেপির এই দাবি মানতে নারাজ পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল।

তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে জানানো হলো যে, বিজেপির পশ্চিমবঙ্গ দখলের দাবি একেবারেই ভিত্তিহীন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যে যেভাবে উন্নয়ন ঘটেছে, সে কারণেই মুখ্যমন্ত্রীর উপরে যথেষ্ট ভরসা আছে রাজ্যবাসীর। তাই তৃণমূলের দাবি, মমতা বন্দোপাধ্যায় তৃতীয়বারের জন্যও বাংলার মুখ্যমন্ত্রী পদে বহাল থাকবেন।
গতকাল সকাল ৮ টা থেকে বিহারে ভোট গণনা শুরু হয়েছিল। গণনার প্রথম দিকে এগিয়ে ছিল মহাজোট। কিন্তু সকাল সাড়ে দশটার পর থেকেই মহাজোট পিছিয়ে যেতে আরম্ভ করে। এগোতে থাকে এনডিএ। যা দেখে আনন্দিত হতে থাকেন বাংলার বিজেপি নেতারা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিহারের বিধানসভা নির্বাচনের ইতিবাচক প্রভাব বলে জানাচ্ছেন বিজেপি নেতারা। তবে তৃণমূল শিবিরের দাবি বিহার ও বাংলার নির্বাচনী পরিমণ্ডলকে এক করে দেখা উচিত নয়। এ প্রসঙ্গে শিক্ষা মন্ত্রী ও তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানালেন যে, বিহারের নির্বাচন নিয়ে কে উল্লসিত হলো সেটা বড় ব্যাপার নয়। যে সমীকরণে বিহারের নির্বাচনে হয়, বাংলার সঙ্গে তার কোনো মিল নেই। বিহারের ভোটের কোনো প্রভাব পড়বে না বাংলায়। তাঁর দাবি, মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্যে যে উন্নয়ন চলছে, সেটাই হবে আগামী নির্বাচনের প্রধান হাতিয়ার।

গতকাল বিহারের ভোটের ফলাফলের দিকে বিশেষ দৃষ্টি ছিল রাজ্যের বাম-কংগ্রেস শিবিরের। বাম-কংগ্রেসের এই জোট আগামী নির্বাচনে এ রাজ্যে কতটা সাফল্য পেতে পারে সে কথা চিন্তা করেই ফলাফলের দিকে নজর ছিল জোট শিবিরের। তবে, বিহারের এই ফলাফলে যথেষ্ট আনন্দিত বাম শিবির। তাঁরা মনে করছেন যে, বিহারের এই ফলাফলের কারণে পশ্চিমবঙ্গে আসন ভাগাভাগি তথা দরকষাকষির ক্ষেত্রে অনেকটা সুবিধাজনক অবস্থায় থাকবে বামেরা। কারণ, এরফলে বিহারের মহাজোটের দ্বিতীয় শরিক কংগ্রেস ৭০ টি আসন বাঁটোয়ারার ক্ষেত্রে বাড়তি কোন দাবি করতে পারবে না বলে মনে করছে বাম শিবির।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!