এখন পড়ছেন
হোম > জাতীয় > বিহারের রাজনীতিতে নতুন মোড়, এবার কি চিরাগ পাসওয়ানের জায়গা হতে চলেছে লালুর দলে?

বিহারের রাজনীতিতে নতুন মোড়, এবার কি চিরাগ পাসওয়ানের জায়গা হতে চলেছে লালুর দলে?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিহারের রাজনীতিতে এবার নতুন মোড়। কিছুদিন আগেই বিহারের এলজেপি শিবিরে চিরাগ পাসওয়ানের বিরুদ্ধে ব্যাপক বিদ্রোহ করে তাঁরই দলের অন্যান্যরা। আর এই বিদ্রোহের পেছনে অন্যতম হলেন পশুপতি পরশ। এই পশুপতি পরশ আবার চিরাগ পাসওয়ানের কাকা বলে পরিচিত। সেক্ষেত্রে কাকা-ভাইপোর দ্বন্দ্ব নিয়ে এবার নতুন রাজনৈতিক চাঞ্চল্য। কার্যত বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ জোটে থাকা সত্বেও এলজেপি আলাদাভাবে লড়াইতে নামে। আর তাই নিয়েই দলের মধ্যে বিভিন্ন চাপানউতোর শুরু হয়। অন্যদিকে এবার চিরাগ পাসওয়ান দিল্লিতে আরজেডি নেতাদের সঙ্গে বৈঠক করছেন বলে শোনা যাচ্ছে।

খুব স্বাভাবিকভাবেই এই নিয়ে জল্পনা তুঙ্গে। চিরাগ পাসোয়ানকে কোণঠাসা করার ফলে তাঁর কাকা পশুপতি পরশ ইতিমধ্যেই মন্ত্রীসভায় জায়গা পেয়েছেন। আর তাই নিয়েই ক্ষোভে ফেটে পড়েছেন রামবিলাস পাসোয়ানের ছেলে তথা এলজেপি নেতা চিরাগ পাসওয়ান। এক্ষেত্রে আরজেডি নেতাদের সঙ্গে চিরাগের কথা বলা খুব স্বাভাবিকভাবে আরও একটি নতুন জোটের সম্ভাবনা কার্যত উসকে দিল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শনিবার দিল্লিতে চিরাগ পাসওয়ানের সংগে সাক্ষাৎ করেন আরজেডি নেতা শ্যাম রজক।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

দীর্ঘক্ষণ তাঁদের মধ্যে একটি বৈঠক হয় বলে জানা যাচ্ছে। যদিও এই সাক্ষাৎকে সৌজন্য সাক্ষাৎ বলেই ব্যাখ্যা করা হচ্ছে। কিন্তু এই সাক্ষাতের আগে অর্থাৎ চিরাগের সঙ্গে সাক্ষাৎ করার পূর্বে শ্যাম রজক আরজেডি প্রধান লালু প্রসাদ যাদবের সঙ্গে দেখা করে গিয়েছিলেন। খুব স্বাভাবিকভাবেই তাই জল্পনা তুঙ্গে উঠেছে। অন্যদিকে আরজেডি কি এলজেপির চিরাগ পাসওয়ানকে দলে জায়গা দিতে চলেছে? সেই প্রশ্ন উঠতেই আরজেডি তরফ থেকে জানানো হয়েছে লোহিয়া এবং আম্বেদকর ভাবনাকে যারা মূল্য দেয়, তাঁদেরকে আরজেডি দলে স্বাগত জানানো হয়।

অন্যদিকে জানা গিয়েছে, চিরাগ পাসওয়ানের সঙ্গে ইতিমধ্যেই আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব এবং তেজস্বী যাদবের সঙ্গে কথা হয়েছে। এলজেপিতে ভাঙনের জন্য চিরাগ পাসওয়ান বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকেই দায়ী করেছেন। সবমিলিয়ে বিহারের রাজনীতিতে এখন টানটান উত্তেজনা। কার্যত চিরাগ পাসওয়ানের রাজনৈতিক ভবিষ্যত এখন কোন দিকে মোড় নেয় সেটাই দেখার। একইসাথে নতুন জোট বিহারের রাজনীতিতে নতুন কোন বদল আনতে পারে কিনা সেটাও দেখার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!