এখন পড়ছেন
হোম > জাতীয় > বিহারের রেজাল্ট বের হতেই বড়সড় পরিবর্তন শেয়ার বাজারে

বিহারের রেজাল্ট বের হতেই বড়সড় পরিবর্তন শেয়ার বাজারে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – মঙ্গলবার দেশজুড়ে নির্বাচনী ফলাফল প্রকাশ হচ্ছে। এই পরিস্থিতিতে সবথেকে বেশি নজর কেড়েছে বিহার বিধানসভার নির্বাচন। প্রথম থেকেই বুথ ফেরত সমীক্ষায় বিহারের এনডিএ জোটকে রীতিমত কোণঠাসা হিসেবে দেখানো হয়েছে। কিন্তু ভোটের ফলাফল প্রকাশ হতেই ছবি সম্পূর্ণ পাল্টে যাচ্ছে ক্রমশ। আপাতত বিহারে বিজেপি জেডিইউ-এর ভালো ফল হতেই সাথে সাথে তার প্রভাব পড়েছে ভারতীয় শেয়ার বাজারে।

এদিন বিহারে এনডিএ জোটের এগিয়ে যাবার খবর মেলা মাত্রই তরতরিয়ে ওপরে ওঠার সিঁড়ি ধরে শেয়ারবাজারের সূচক। গতকালই করোনার টিকা মানবদেহে তৃতীয় পর্যায়ের পরীক্ষায় সাফল্য পাওয়ার খবরে শেয়ারবাজারে যথেষ্ট চাঞ্চল্য লক্ষ্য করা গেছে। এই পরিস্থিতিতে মঙ্গলবার দুপুরে বিহার বিধানসভা নির্বাচনের গণনার ফল একে একে প্রকাশ হতেই সামনে আসতে থাকে এনডিএ জোটের এগিয়ে যাওয়ার খবর। যার ইতিবাচক প্রভাব পড়ে ভারতীয় শেয়ারবাজারেও। সূত্রের খবর, এদিন শেয়ারবাজার খোলার কয়েক ঘন্টার মধ্যেই সেনসেক্স প্রায় 651 পয়েন্ট বাড়ে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যার ফলে শেয়ারবাজারে সেনসেক্স 43000 এর ঘর ছুঁয়ে ফেলে। এই মুহূর্তে যা সর্বকালীন রেকর্ড। শেষ পর্যন্ত আজকের শেয়ার বাজার ঊর্ধ্বমুখী অবস্থাতেই বন্ধ হয়েছে বলেই জানা গেছে। বাজার বন্ধ হওয়ার আগে পর্যন্ত সেনসেক্স ছিল 43,228 পয়েন্টে। বিশেষজ্ঞরা বলছেন, আজকের শেয়ার বাজার বেড়েছে মোট 1.53%। অন্যদিকে শেয়ার সূচক নিফটিও দুর্দান্ত গতি নিয়েছে আজকে। 146 পয়েন্ট বেড়ে নিফটি পৌঁছায় 12,624 এর ঘরে। তবে দুপুরের মধ্যেই বিহার ভোট গণনার গতি কিছুটা স্তিমিত হয়ে পড়ে। তারপর সেনসেক্স কিছুটা নেমে 43,129 এ নেমে আসে।

নিফটিও নেমে আসে 12592 পয়েন্টে। আজকে নিফটি বেড়েছে 1.31% হারে। সোমবারেই শেয়ারবাজার খুলতেই সূচকের ঊর্ধ্বগতি লক্ষ্য করা যায়। গতকাল ছিল মার্কিন দেশের প্রেসিডেন্টের নির্বাচনের ফলাফল প্রকাশ। সেখানে বাইডেনের জয় নিশ্চিত হতেই শেয়ারবাজার গতি পায়। আর আজকে দেশের ‘আচ্ছে দিন’ এর প্রতিচ্ছবি বিহার বিধানসভা নির্বাচনে প্রকাশ পাওয়া মাত্রই বোম্বে স্টক এক্সচেঞ্জ এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ উভয় শেয়ারবাজারেই সূচক বৃদ্ধি পেতে শুরু করে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!