এখন পড়ছেন
হোম > অন্যান্য > এই দক্ষিণী সুপারস্টারের পরবর্তী সিনেমা নিয়ে শুরু চূড়ান্ত বিতর্ক! কারণ জানলে চমকে হবেন আপনিও

এই দক্ষিণী সুপারস্টারের পরবর্তী সিনেমা নিয়ে শুরু চূড়ান্ত বিতর্ক! কারণ জানলে চমকে হবেন আপনিও


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- একজন অভিনেতার কাছে কোনো একটি চরিত্র অভিনয়ের মধ্যে দিয়ে ফুটিয়ে তোলা সব থেকে বড় চ্যালেঞ্জ বিষয়। এবং সেখানেই অভিনেতার সার্থকতা। জানা গেছে, সম্প্রতি শ্রীলঙ্কীয় ক্রিকেট তারকা মুথাইয়া মুরলীধরনের জীবন নিয়ে একটি সিনেমা হতে চলেছে বলে জানিয়েছিলেন তামিল সুপারস্টার বিজয় সেথুপতি। যেখানে ওই ক্রিকেটারের চরিত্রে তিনি অভিনয় করবেন বলে জানা গিয়েছিল।

সম্প্রতি সিনেমার মোশন পোস্টার মুক্তি পেয়েছে বলে জানা গেছে। যা দেখে টুইটকে কার্যত দ্বিধা বিভক্ত হতে দেখা গেছে। সেইসঙ্গে ওই অভিনেতা তীব্র জনরোষের মুখে পড়েছেন বলেও জানা গেছে। অন্যদিকে সেই বিষয়ে তাঁকে নিয়ে শুরু হয়েছে #ShameOnVijaySethupahi প্রচার।

শুধু তাই নয়, এই সিনেমাকে কেন্দ্র করে সমগ্র তামিল গোষ্টির মধ্যে অরাজকতা শুরু হয়েছে বলেও জানা গেছে। কিন্তু আপনার নিশ্চয়ই প্রশ্ন জেগেছে যে সকলে এই সিনেমার জন্য অভিনেতাকে কেনই বা ধিক্কার জানাচ্ছেন? আর কেনই বা বয়কটের রোষে সামিল হতে দেখা গেছে এই সিনেমাকে?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গেছে, এক সময় ভারতবর্ষের তামিলনাড়ু অঞ্চলের সঙ্গে শ্রীলঙ্কার সন্ত্রাসবাদী এবং জওয়ানদের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছিল। আর সেই যুদ্ধে প্রাণ হারিয়েছিলেন বহু তামিল গোষ্ঠীর মানুষেরা। তবে পরবর্তীকালে যখন প্রধানমন্ত্রী রাজীব গান্ধিকে হত্যা করা হয় এই ঘটনার তীব্রতা আরও বাড়ে। তবে সেই সময়তেও দুই দেশেই বহু নিরীহ মানুষের প্রাণ যায়।

এবার বিষয় হল, সিনেমাতে ওই সময়কার ঘটনাকে দেখানো হয়েছে। ফলে রোষ গিয়ে পড়েছে অভিনেতা বিজয়ের ওপর। বস্তুত, অভিনেতা হিসেবে তিনি ভীষণ জনপ্রিয়। তাই তিনি তামিল ভাই বোনদের কথা না ভেবে এমন সিনেমা করেছেন বলে তাঁর প্রতি ঘৃণার বার্তা প্রচারিত হতে দেখা গেছে সোশাল মিডিয়ায়।

তবে কি ছিল সিনেমার মোশন পোস্টারে? পোষ্টারের প্রথমেই দেখা গেছে, একটি ছোট্ট বাচ্চা ক্রিকেট খেলছে। হঠাৎ বল গেটের বাইরে চলে গেলে সেখানে থেকে অস্ত্রধারী সৈন্যদল কম্পাউন্ডে ঢুকে আসে। বিপদ বাড়তে পারে ভেবে ছেলেটিকে একটি গীর্জার পাদ্রীর হাতে তুলে দিয়ে তার মা চলে যায়। বাচ্চাটি মায়ের পাশে দাঁড়িয়ে তার বাবা সহ অন্যান্য মানুষের মৃত্যু চোখের সামনে হতে দেখে।

এরপর ওই বাচ্ছাটিকেই দেখা যায় খেলার মাঠে। কোচের বাহবা পেয়ে ধীরে ধীরে সে বদলে যায় শ্রীলঙ্কার সুপারস্টার ক্রিকেটার হিসেবে। একের পর এক রেকর্ডের মাঝে দেখা যায় একটি বাড়িতে বোমা বিস্ফোরণ হচ্ছে, গাড়িতে গুলি করে ঝাঁঝরা করে দেওয়া হচ্ছে মানুষদের। খেলার মাঠেই সেই সব কথা মনে পড়ায় তাঁকে অসুস্থও হয়ে পড়তে দেখা যায়।

অন্যদিকে, খবরের কাগজের শিরোনামে উঠে আসে তারই নাম। কিন্তু অবশেষে সব বাঁধা পেরিয়ে সে হয়ে ওঠে আজকের মুথাইয়া মুরলীধরন। এই সম্পূর্ণ মোশন পোস্টারটি অ্যানিমেশনের আদলেই তৈরী করা হয়েছে। যদিও এখানে একদম শেষে চরিত্রাভিনেতা বিজয়কেও দেখানো হয়েছে। আর এই পোস্টার দেখেই ক্ষোভে ফেটে পড়েছেন মানুষ।

তবে, অন্যদিকে মোশন পোস্টার নিয়ে প্রশংসাও শোনা গেছে অনেকের মুখে। অনেকের মতে পোস্টারে বিজয়কে একদম মুরলীধরনের মতই দেখতে লাগছে। তাঁদের কথায়, মানুষের মধ্যে সংযমের অভাব দেখা দিচ্ছে। একজন ক্রিকেটারের চরিত্রে অভিনেতার অভিনয় করাটা তাঁর কাজের অংশ। তাঁর কাজকে এমন করে ছোট করা কারও উচিত নয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!