এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > বিজেপির আঙ্গুলি হেলনে কাজ করছেন কংগ্রেস নেতারা, রাহুল গান্ধীর মন্তব্যে ছড়ালো তীব্র ক্ষোভ

বিজেপির আঙ্গুলি হেলনে কাজ করছেন কংগ্রেস নেতারা, রাহুল গান্ধীর মন্তব্যে ছড়ালো তীব্র ক্ষোভ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গান্ধী পরিবার কে বলা হয় কংগ্রেসের মূল চালিকাশক্তি। গান্ধী পরিবার ছাড়া কংগ্রেস কল্পনাই করা যায় না। এবার গান্ধী পরিবারের অন্যতম সদস্য সোনিয়া গান্ধী কংগ্রেসের সভানেত্রী পদ থেকে অব্যাহতি চাইলেন। কংগ্রেসের দলীয় প্রধানের দায়িত্ব থেকে অব্যাহতি লাভের জন্য তিনি সিডব্লুসি সদস্যদের কাছে একটি বিশেষ আবেদন জানালেন।

কংগ্রেস দলের সূত্র থেকে জানা গেছে, আজ সোমবার সিডাব্লিউসি র একটি বিশেষ ভার্চুয়াল বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধী। কংগ্রেসের নেতৃত্বে কাছে তিনি আবেদন জানালেন দলের নতুন সভাপতি নির্বাচন করে দ্রুত দায়িত্বের হস্তান্তর সম্পন্ন করতে। আজকের বৈঠকে আলোচনা চলে কংগ্রেসের নতুন স্থায়ী সভাপতি নির্বাচন বিষয়ে। তবে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং ও কংগ্রেস নেতা একে অ্যান্টনি নতুন করে স্থায়ী সভাপতি নির্বাচন না হওয়া পর্যন্ত, সভানেত্রী সোনিয়া গান্ধীকেই দলের প্রধান হিসেবে কাজ চালিয়ে যাওয়ার বিশেষ অনুরোধ জানালেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত কংগ্রেস দলের স্থায়ী সভাপতি নির্বাচনের অনুরোধ জানিয়ে ইতিপূর্বে কংগ্রেসের ২৩ জন নেতা সোনিয়া গান্ধীকে একটি বিশেষ চিঠি পাঠিয়েছিলেন। এই চিঠি নিয়ে আজ যথেষ্ট বিতর্ক ছড়ালো এই বৈঠকে। এই চিঠির প্রসঙ্গ জানিয়ে রাহুল গান্ধী বললেন, যে সময়ে সোনিয়া গান্ধী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন, সে সময় দলের কিছু নেতা তাঁকে এই চিঠি পাঠিয়েছিলেন। যদিও হাসপাতালে চিকিৎসাধীন সোনিয়া গান্ধী এই চিঠিটির জবাবে কংগ্রেস নেতা কেসি বেণুগোপালকে একটি চিঠি পাঠান।

আজকের বৈঠকে রাহুল গান্ধী তার দলের কিছু সহকর্মীদের বিরুদ্ধে তীব্র সমালোচনা করে বলেছেন যে, মূলত বিজেপি নেতৃত্বের নির্দেশে সোনিয়া গান্ধীকে চিঠি পাঠিয়েছিলেন কংগ্রেস দলের বেশ কিছু সদস্য। রাহুল গান্ধীর এই মন্তব্যে কংগ্রেস দলের মধ্যে বচসা ও বিতর্ক সৃষ্টি হয়। এই বৈঠক চলাকালে কংগ্রেস থেকে সম্পূর্ণ পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেন কংগ্রেস নেতা গোলাম নবী আজাদ। অন্যদিকে তিনি ঘটনার পরিপ্রেক্ষিতে সোশ্যাল মিডিয়া টুইটারে টুইট করে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন কংগ্রেস নেতা কপিল সিব্বল। সেখানে তিনি লিখেছেন, গত ৩০ বছর ধরে তারা কোনদিন বিজেপির পক্ষে একটিও বক্তব্য রাখেন নি, কিন্তু তার পরেও তাঁদের বিরুদ্ধে এমন একটি গুরুতর অভিযোগ শুনতে হলো।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!