এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > বিজেপির সিঙ্গুর আন্দোলন কি আরও দীর্ঘায়িত হবে? সুকান্তর মন্তব্যে তীব্র জল্পনা!

বিজেপির সিঙ্গুর আন্দোলন কি আরও দীর্ঘায়িত হবে? সুকান্তর মন্তব্যে তীব্র জল্পনা!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- একসময় সিঙ্গুর থেকেই আন্দোলন শুরু করেছিলেন তৃণমূল নেত্রী তথা বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় বাম সরকারের বিরুদ্ধে এই সিঙ্গুরে কৃষকদের দাবিদাওয়া নিয়ে আন্দোলনে বসে গোটা দেশের নজর কেড়েছিলেন তিনি। আর বর্তমানে সেই তৃণমূল কংগ্রেসকে চাপে ফেলতে বিজেপি একই স্ট্রাটেজি নিয়েছে। যেখানে তিনদিন ব্যাপী তাদের অবস্থান বিক্ষোভ চলছে। বিজেপির কর্মসূচি অনুযায়ী, আজ এই অবস্থান বিক্ষোভ শেষ হয়ে যাওয়ার কথা।

কিন্তু নানা মহল থেকে শুনতে পাওয়া যাচ্ছে যে, এই অবস্থান বিক্ষোভ থেকেই বড় কোনো ঘোষণা করতে পারে ভারতীয় জনতা পার্টি। যেখানে এই আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানানো হতে পারে। আবার অনেকে বলছেন, এখান থেকে নবান্ন অভিযান করা হতে পারে। স্বাভাবিক ভাবেই সবটাই আলোচনার পর্যায়ে রয়েছে। আর এই পরিস্থিতিতে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বক্তব্যের পর জল্পনা আরও বাড়তে শুরু করলো।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, আজ সিঙ্গুরের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার। সেখানেই তাকে এই ব্যাপারে প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি বলেন, “আমাদের দল সাংগঠনিক দল। যা হবে, তা আজকেই মঞ্চ থেকে জানিয়ে দেওয়া হবে। আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেব।” স্বাভাবিকভাবেই রাজ্য সভাপতি কিন্তু একেবারে আজকেই যে কর্মসূচি শেষ, সেই ব্যাপারে কিছু বললেন না। যার জেরে গুঞ্জন তৈরি হয়েছে। তাহলে কি বিজেপির নতুন কোনো সিদ্ধান্ত নিতে চলেছে? তৃণমূল কংগ্রেসকে চাপে ফেলতে কি এবার বড়সড় আন্দোলনের পথে যেতে চলেছে তারা! সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!