এখন পড়ছেন
হোম > জাতীয় > বিজেপির বিরুদ্ধে আন্দোলন আরও জোরালো, বড় সিদ্ধান্ত নিল তৃণমূল!

বিজেপির বিরুদ্ধে আন্দোলন আরও জোরালো, বড় সিদ্ধান্ত নিল তৃণমূল!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সোমবার সংসদের শীতকালীন অধিবেশন শুরু হতেই বিগত বাদল অধিবেশনে দুর্ব্যবহার করার কারনে সাসপেন্ড হতে হয় 12 জন সাংসদকে। যার মধ্যে ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেন এবং শান্তা ছেত্রী। আর এরপরই গোটা ঘটনার প্রতিবাদ জানাতে শুরু করে তৃণমূল কংগ্রেস। অনেকেই মনে করেছিলেন, এবার এই ঘটনার প্রতিবাদে বড় কোনো পদক্ষেপ নিতে পারে ঘাসফুল শিবির। আর তাতেই সীলমোহর দিয়ে ধর্নায় বসার কথা জানিয়ে দিলেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন।

সূত্রের খবর, আজ একটি সাংবাদিক বৈঠক করেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। আর সেখানেই তিনি বলেন, “সাসপেনশনের প্রতিবাদে আগামীকাল থেকে 3 ডিসেম্বর পর্যন্ত 8 ঘন্টা তৃনমূল সাংসদরা ধর্নায় বসবেন।” একাংশ বলছেন, বিজেপির বিরুদ্ধে আন্দোলনকে আরও জোরালো করতেই তৃণমূলের এই সিদ্ধান্ত। এমনিতেই তৃণমূল কংগ্রেস এখন গোটা দেশে নির্ণায়ক শক্তি হতে চাইছে।

 

বিজেপি বিরোধিতার ক্ষেত্রে বিভিন্ন রাজ্যে সংগঠন গড়ে 2024 এর জন্য তারা প্রস্তুতি নিচ্ছে। আর তার মাঝেই তাদের দলের দুই সাংসদ সাসপেন্ড হতেই রীতিমতো চাপ বাড়াতে এই ধরনা কর্মসূচির রাস্তায় হাঁটতে দেখা গেল ঘাসফুল শিবিরকে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তবে তৃণমূলের এই সিদ্ধান্তের ফলে কেন্দ্র কতটা চাপে পড়ে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!