এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > Bik Breaking পিকের প্রশংসায় হেভিওয়েট বিজেপি নেতা! বাড়ছে জল্পনা!

Bik Breaking পিকের প্রশংসায় হেভিওয়েট বিজেপি নেতা! বাড়ছে জল্পনা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – যখন একের পর এক তৃনমূল নেতা থেকে শুরু করে জনপ্রতিনিধিরা দলের রাজনৈতিক পরামর্শদাতা প্রশান্ত কিশোরের আচরণ নিয়ে প্রকাশ্যে মন্তব্য করছেন, তখন উলটপুরান ঘটতে দেখা গেল রাজ্যে। সূত্রের খবর, এবার তৃণমূলের রাজনৈতিক পরামর্শদাতা প্রশান্ত কিশোরের প্রশংসা করতে দেখা গেল গত লোকসভা নির্বাচনে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পরেশচন্দ্র দাসকে।

স্বাভাবিক ভাবেই যেখানে তৃণমূলের প্রশান্ত কিশোরকে নিয়ে বিক্ষোভ শুরু হয়েছে, সেখানে বিরোধী দল বিজেপি নেতার গলায় সেই প্রশান্ত কিশোরের প্রশংসা রাজ‌্য রাজনীতিতে ব্যাপক গুঞ্জন বাড়িয়ে দিল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। নানা মহলে জল্পনা তৈরি হয়েছে, প্রশান্ত কিশোরের প্রশংসা করে তাহলে কি তৃণমূলে যাওয়ার রাস্তা তৈরি করছেন বিজেপি নেতা পরেশ চন্দ্র দাস!

প্রসঙ্গত, বর্তমানে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের হিড়িক পড়ে গেছে। বেশিরভাগ ক্ষেত্রেই প্রশান্ত কিশোরের বিরুদ্ধে একের পর এক হেভিওয়েট নেতা থেকে শুরু করে জনপ্রতিনিধিরা বিজেপিতে যোগদান করতে শুরু করেছেন। আর এই পরিস্থিতিতে বিজেপির সর্বভারতীয় সভাপতির সফরের আগে ফেসবুকে বিস্ফোরক পোস্ট করতে দেখা যায় গত লোকসভা নির্বাচনে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পরেশ চন্দ্র দাসকে।

যেখানে তিনি লেখেন, “আগামী বিধানসভা ভোটে চারটি দল বিজেপির সমস্ত রকম ইকুয়েশনকে বদলে দিতে পারে বলে মনে হয়। সাবধানে, এটলিস্ট 9 টি বড় জেলাকে চিহ্নিত করে এগোনো ছাড়া অন্য কোনো পথ খোলা নেই। অবিলম্বে অপদার্থ জেলা সভাপতিদের অন্য পদে সরিয়ে, যোগ্য ব্যক্তিদের জেলায় আনা ছাড়া কি অপশন আছে আমাদের! অধিকাংশ বুথের সংগঠন কেমন, তা কি আমাদের স্মরণে আছে! অভি নেহি তো কাভি নেহি। ঈশ্বর আমাদের সুমতি দিন, এই প্রার্থনা করি। কারণ আমরা জানি প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। মাননীয় শুভেন্দু অধিকারী পিকেকে যতই ফিকে বলুন না কেন, পিকে কিন্তু লিটিল শর্ট অফ এ জিনিয়াস।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

স্বাভাবিকভাবেই হঠাৎ করে পরেশবাবু এই ধরনের মন্তব্য কেন করে বসলেন, এখন তা নিয়ে নানা মহলে তৈরি হয়েছে প্রশ্ন। অনেকে বলছেন, এই ঘটনাতেই কার্যত নিশ্চিত যে, পরেশ চন্দ্র  দাস এবার তৃণমূল কংগ্রেসে যোগদান করতে চলেছেন। কেননা বিজেপির অনেক জেলা সভাপতিকে তিনি কার্যত অপদার্থ বলে এই পোস্টে সরব হয়েছেন। স্বাভাবিকভাবেই দলের সঙ্গে যে তার একটা বড় দূরত্ব তৈরি হয়ে গিয়েছে, তা তার এই পোস্টের মধ্যে দিয়েই প্রমাণ হয়ে গেল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে বেশিরভাগ ক্ষেত্রেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের হিড়িক করতে দেখা গেছে। কিন্তু এবার যেভাবে বিজেপি নেতার গলায় প্রশান্ত কিশোর সম্পর্কে ভূয়সী প্রশংসা শোনা গেল, তাতে বিজেপির অস্বস্তি ক্রমশ বাড়তে শুরু করল। তাহলে কি এবার উল্টো ঘটনা ঘটবে রাজ্যে! এবার কি হেভিওয়েট বিজেপি নেতা যোগদান করবেন তৃণমূল কংগ্রেসে!

যদি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের এই রকম পরিস্থিতিতে বিজেপি ছেড়ে এক নেতার শাসক দলে আগমন ঘটে, তাহলে বিজেপির কাছে যে তা বড় অস্বস্তির কারণ হয়ে দাঁড়াবে, তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, হেভিওয়েট বিজেপি নেতার ফেসবুক পোস্টের পর বিজেপি সেই নেতার মান ভাঙাতে কোনো পদক্ষেপ গ্রহন করে কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!