এখন পড়ছেন
হোম > জাতীয় > বিকাশ রঞ্জনের করা ‘ভুল’ আটকাতে মরিয়া বাম নেতৃত্ত্ব, হওয়া কি বদলাবে?

বিকাশ রঞ্জনের করা ‘ভুল’ আটকাতে মরিয়া বাম নেতৃত্ত্ব, হওয়া কি বদলাবে?


বিকাশ রঞ্জনের করা ‘ভুল’ আটকাতে মরিয়া বাম নেতৃত্ত্ব,প্রশ্ন কি ভুল? গত বছর রাজ্যসভা নির্বাচনের সময় দেরিতে পৌঁছেছিলেন এবং তাঁর পেশ করা নথিতে অনেক কিছু ভুল ছিল বলে দাবি করা হয়েছিল আর সেই কারণে বিকাশ ভট্টাচার্যর মনোনয়ন বাতিল হয়ে গিয়েছিল। ফলে বিনা প্রতিদ্বন্দীতায় বিজয়ী হয়েছিলেন তৃণমূল সমর্থিত কংগ্রেস প্রার্থী প্রদীপ ভট্টাচার্য।কিন্তু এবার তার আর কোনো অবকাশ রাখলেন না সিপিআইএম প্রার্থী রাজ্যসভার পঞ্চম আসনের লড়াইয়ে সোমবার মনোনয়নপত্র জমা দিলেন বাম নেতা রবীন দেব। এদিন নানা আসনে অন্যান্য অনেক কংগ্রেস এবং তৃণমূলের প্রার্থীর মধ্যে রবীন বাবুই ছিলেন দিনের প্রথম মনোনয়ন পত্র পেশকারী। কংগ্রেস প্রার্থী অভিষেক মনু সিংভি র বিরুদ্ধে প্রতিদ্বন্দীতা করছেন রবীন বাবু। কংগ্রেস প্রার্থীকে তৃণমূলের সমর্থনের কথা ঘোষণার অল্প সময়ের মধ্যেই কংগ্রেসের সঙ্গে বামেদের সমঝোতা নিয়ে যে সম্ভবনা ছিলো তা পন্ড হয়ে যায়। প্রসঙ্গত উল্লেখ্য, গত বছর রাজ্যসভা নির্বাচনের সময় দেরিতে পৌঁছনো এবং কাগজপত্র ত্রুটির কারণে বিকাশ ভট্টাচার্যর মনোনয়ন বাতিল হয়ে গিয়েছিল। এর ফলে বিনা প্রতিদ্বন্দীতায় বিজয়ী হন তৃণমূল সমর্থিত কংগ্রেস প্রার্থী প্রদীপ ভট্টাচার্য। অতীতের সেই ভুলের যাতে পুনরাবৃত্তি না হয় তার জন্য এদিন সাত তাড়াতাড়ি মনোনয়নপত্র জমা দেন রবীন দেব।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!