এখন পড়ছেন
হোম > অন্যান্য > আবহাওয়া > বিকেলের মধ্যেই কী আগমন কালবৈশাখীর ? জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস !

বিকেলের মধ্যেই কী আগমন কালবৈশাখীর ? জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস !


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-  অস্বস্তিকর ভ্যাপসা গরম থেকে রেহাই মিলতে দেখা দিচ্ছে কালবৈশাখী । উত্তরবঙ্গে মাঝে মাঝে  ভারী বর্ষণেরে দেখা দিলেও বাদ ছিল দক্ষিণবঙ্গ । অবশেষে এবার দক্ষিণবঙ্গের জন্য মিললো স্বস্তির খবর । হাওয়া অফিসের পূর্ভাবাস অনুযায়ী জানা যাচ্ছে আজ দক্ষিণবঙ্গে কালবৈশাখীর আগমন ঘটবে  । আজ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বিকেলের মধ্যেই 40 থেকে 50 কিলোমিটার বেগে ধেয়ে আসছে কালবৈশাখী এমটা জানা গেছে হাওয়া অফিস সূত্রে ।

কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে সকাল থেকে আকাশ জুড়ে মেঘের যাতায়াত শুরু হয়েছে যার ফলে বৃষ্টির আশায় বুক বাঁধছেন রাজ্যবাসী গরম থেকে স্বস্তি পাওয়ার জন্য ।  হাওয়া অফিস থেকে জানিয়েছে যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও উপকূলবর্তী জেলাগুলিতে আজ থেকে বর্ষণের প্রবল সম্ভাবনা রয়েছে ।  আজ বৃহস্পতিবার দুই ২৪-পরগনা ,পূর্ব মেদিনীপুর  ,হাওড়া , কলকাতা, হুগলি , ঝারগ্রাম , পুরুলিয়া , বাঁকুড়া , দুই বর্ধমান ,বীরভূম , নদীয়া এবং মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে ।

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!