এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > বছর ঘুরতেই বিজেপি ‘মোহ’ কাটছে বঙ্গের আমজনতার? নিজের এলাকাতেই বিজেপি সাংসদের হাল নিয়ে প্রশ্ন!

বছর ঘুরতেই বিজেপি ‘মোহ’ কাটছে বঙ্গের আমজনতার? নিজের এলাকাতেই বিজেপি সাংসদের হাল নিয়ে প্রশ্ন!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এবার চা বাগানের মানুষদের খোঁজখবর নিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হল দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তাকে। যে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। 2021 এর বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল এবং বিজেপি দুই দল চেষ্টা করছে সমস্ত শ্রেনীর মানুষের সমর্থন আদায় করতে। আর তাই ভোটের আগে এখন পাহাড় থেকে সমতল বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মসূচি করতে দেখা যাচ্ছে শাসক থেকে বিরোধীদলের জনপ্রতিনিধিদের।

শুক্রবার দার্জিলিংয়ের বিজেপি সাংসদ নকশালবাড়ির বেশ কয়েকটি চা বাগান পরিদর্শন করেন। যেখানে দার্জিলিংয়ের বিজেপি সাংসদের সাথে ছিলেন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বারলা। এদিন বেশকিছু চা বাগান পরিদর্শন করেন তারা। তবে সেই চা বাগানগুলোতে প্রবেশ করার আগেই স্থানীয় মানুষজন বিক্ষোভের মুখে পড়তে হয় এই বিজেপি সাংসদদের। যেখানে স্থানীয় মানুষজন কালো পতাকা হাতে নিয়ে বিক্ষোভ দেখান তাদের।

স্বাভাবিকভাবেই এই ঘটনায় ব্যাপক অস্বস্তিতে পড়েছেন দুই বিজেপি সাংসদ। মানুষের সাথে জনসংযোগের অন্যতম কেন্দ্রবিন্দু হিসেবে তারা এই কর্মসূচি পালন করলেও, যেভাবে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়তে হল তাদের, তাতে গেরুয়া শিবির যে প্রবল অস্বস্তিতে পড়ল, তা বলার অপেক্ষা রাখে না। প্রসঙ্গত উল্লেখ্য, সামনেই 2021 এর বিধানসভা নির্বাচন। তার আগে পাহাড় থেকে সমতল, বিভিন্ন জায়গায় জনসমর্থন বাড়ানোর জন্য উদ্যোগী হয়ে উঠেছে তৃণমূল এবং বিজেপিকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যার কারণে মানুষের সঙ্গে জনসংযোগের অন্যতম কর্মসূচি হিসেবে নানা পন্থা বেছে নিচ্ছেন তারা। আর এবার চা বাগানের শ্রমিকদের অভাব-অভিযোগ শুনতে সেখানে পৌঁছে যান দার্জিলিংয়ের বিজেপি সাংসদ। কিন্তু তাকে যেভাবে কালোপতাকা দেখানো হল, তাতে যে তিনি অনেকটাই ব্যাকফুটে, তা কার্যত পরিষ্কার। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বিজেপি সাংসদ চা-বাগান পরিদর্শনের সময় যেভাবে তিনি বিক্ষোভের শিকার হলেন, তাতে তৃণমূল কংগ্রেস এই ঘটনাকে নিয়ে ময়দানে নেমে পড়তে পারে।

যার ফলে আরও চাপে পড়ে যেতে পারে ভারতীয় জনতা পার্টি বলে দাবি রাজনৈতিক বিশেষজ্ঞদের। কেন তিনি এই ভাবে বিক্ষোভের শিকার হলেন? এদিন এই প্রসঙ্গে দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা বলেন, “এরাজ্যে বিজেপির প্রসার দেখগে তৃণমূল বিচলিত হয়ে পড়েছে। এজন্য বিভিন্ন গ্রামে 8-10 জন যুবক নিয়ে বিক্ষোভ দেখাচ্ছে। মোদি সরকারের নেতৃত্বে বিগত ছয় বছরে গ্রাম উন্নয়নে কাজ হয়েছে। চা বাগান এলাকায় একাধিক সমস্যা রয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গে আমাদের সরকার নেই। এজন্য তাদের বলেছি ছয় মাস অপেক্ষা করতে হবে। এরমধ্যে ছোট যা যা কাজ রয়েছে, তা আমি করে দেব।”

অর্থাৎ বিজেপি সাংসদ এই বিক্ষোভের পেছনে তৃণমূলের চক্রান্তকে বড় করে দায়ী করছেন বলে মনে করা হচ্ছে। সব মিলিয়ে আগামী 2021 এর বিধানসভা নির্বাচনের আগে চা বাগানের শ্রমিকদের কাছে পৌঁছে যেতে যেভাবে বিক্ষোভের শিকার হলেন বিজেপি সাংসদ, তাতে বিজেপি কতটা চাপে পড়ল, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!