এখন পড়ছেন
হোম > রাজ্য > পুরুলিয়া-ঝাড়গ্রাম-বাঁকুড়া > বিক্ষোভের মুখে হেভিওয়েট বিজেপি সাংসদ! নির্বাচনের আগে অস্বস্তি গেরুয়া শিবিরে!

বিক্ষোভের মুখে হেভিওয়েট বিজেপি সাংসদ! নির্বাচনের আগে অস্বস্তি গেরুয়া শিবিরে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – “ভোট আসে, ভোট যায়”। কিন্তু প্রতিশ্রুতি পূরণ হয় না। গত লোকসভা নির্বাচনে পানীয় জল প্রকল্প বাস্তবায়িত হবে, এই আশা নিয়ে বিজেপিকে সমর্থন করেছিলেন এলাকার মানুষ। কিন্তু নির্বাচন সম্পন্ন হওয়ার পর এখানে বিজেপি জয়লাভ করলেও, সাংসদ পানীয় জল প্রকল্পের কোনো ব্যবস্থা করেননি বলে অভিযোগ। যার কারণে সামনের বিধানসভা নির্বাচনের আগে এবার ঝাড়গ্রামের বিজেপি সাংসদ কুণার হেমব্রমকে চাপে ফেলে দিলেন এলাকার বাসিন্দারা।

যেখানে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করলেন তারা। যার ফলে কার্যত আটকে গেল স্থানীয় বিজেপি সাংসদের গাড়ি। স্বাভাবিক ভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি যে যথেষ্ট চাপে পড়েছে, তা বলার অপেক্ষা রাখে না। সূত্রের খবর, সোমবার পানীয় জলের দাবিতে শিলদা বাজার এলাকার 5 নম্বর রাজ্য সড়কে অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। আর এই অবরোধ চলার সময় এলাকা দিয়ে যাচ্ছিলেন পুরুলিয়ার বিজেপি সাংসদ।

পরিস্থিতি সামাল দিতেই বিজেপি সাংসদ অবরোধকারীদের সঙ্গে কথা বলতে গেলে তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন মহিলারা। স্থানীয় মানুষজনের পক্ষ থেকে অভিযোগ করা হয়, গত লোকসভা নির্বাচনের সময় ঝাড়গ্রামের বিজেপি সাংসদ কুণার হেমব্রম প্রতিশ্রুতি দিয়েছিলেন, পানীয় জলের ব্যবস্থা করে দেবেন। কিন্তু সামনে বিধানসভা নির্বাচন আসলেও, এখনও পর্যন্ত এই ব্যাপারে কোনো উদ্যোগ নেয়নি তারা। যার কারণে তাদের পথে নামতে হয়েছে। তবে পরবর্তীতে পুলিশ অবশ্য গিয়ে পরিস্থিতি সামাল দিয়েছে।

কিন্তু কেন এভাবে সাধারণ মানুষের বিক্ষোভের মুখে পড়তে হল তাকে? এদিন এই প্রসঙ্গে বিক্ষোভের কথা সম্পূর্ণরূপে অস্বীকার করেছেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। তিনি বলেন, “আমাদের সর্বভারতীয় সভাপতি মঙ্গলবার আসছেন। সেই প্রস্তুতি খতিয়ে দেখতে আসার সময় শিলদার অবরোধে আটকে পড়ি। আমি অবরোধকারীদের সঙ্গে কথা বলেছি। জল প্রকল্পগুলি কার কাজ? এটা রাজ্য সরকারের কাজ। আর এই জল প্রকল্পগুলোর কাজ করতে দেওয়া হচ্ছে না। এই বিক্ষোভ রাজ্য সরকারের বিরুদ্ধে ছিল। আমাদের বিরুদ্ধে কেউ কোনো আন্দোলন করেননি।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে যার বিরুদ্ধে এত অভিযোগ, সেই ঝাড়গ্রামের বিজেপি সাংসদ কুনার হেমব্রম কি বলছেন? এদিন তিনি বলেন, “করোনার জন্য সাংসদ তহবিলের টাকা দেওয়া বন্ধ রয়েছে। কিন্তু রাজ্য সরকারের অনুদান রয়েছে। তা সত্ত্বেও রাজ্য সরকার কাজ করছে না। ঝাড়গ্রাম জেলার উন্নয়নের জন্য 20 কোটি টাকা পড়ে রয়েছে। তাও কোনো কাজ করছেন না জেলাশাসক। আর আগের সাংসদের কিছু টাকা রয়েছে, তার হিসেব দিচ্ছেন না। আমি চার পাঁচটি চিঠি লিখেছি জেলাশাসককে। কিন্তু উনি চিঠির কোনো জবাব দেননি। রাজ্য সরকার যদি জল প্রকল্পের কাজ না করে, তাহলে আরও এক বছর অপেক্ষা করতে হবে। আমি করে দেব‌।”

তবে বিজেপি সাংসদ এই কথা বললেও, পাল্টা তাকে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। এদিন এই প্রসঙ্গে শিলদা গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান শিপ্রা বেজ বলেন, “আমরা সবসময় উন্নয়নের পক্ষে। সাংসদ নিজে জল প্রকল্পটি রূপায়িত করতে পারেননি। এখন আমাদের ওপর দোষ চাপাচ্ছেন।” তবে এই গোটা বিষয়টি নিয়ে তৃণমূল এবং বিজেপির মধ্যে তরজা চললেও, সাধারণ মানুষদের অভাব পূরণে কারা এখন এগিয়ে আসে, সেদিকেই নজর থাকবে সকলের।

কেননা মানুষ বড় আশা নিয়ে ভোট দেয়। সেক্ষেত্রে ভোটের আগে বড় বড় প্রতিশ্রুতি দেওয়া জনতা জনার্দনের প্রতিনিধিরা যদি ভোটের পর বেমালুম ভুলে যায়, তাহলে তা সত্যিই দুর্ভাগ্যজনক। এক্ষেত্রে সামনের বিধানসভা নির্বাচনের আগে এখন তৃণমূল থেকে বিজেপি প্রত্যেকেই মানুষের সমর্থন পেতে উঠে পড়ে লেগেছে।

আর সেদিক থেকে গত লোকসভা নির্বাচনে প্রতিশ্রুতি দেওয়া হলেও, পানীয় জলের সমস্যা না মেটায় এখন রীতিমত পথ অবরোধ করতে সমস্যা সমাধানের চেষ্টায় নেমে পড়েছে জনতা জনার্দন। এখন জনসাধারণের এই সমস্যার মোকাবিলা করতে কি পদক্ষেপ গ্রহণ করেন জনপ্রতিনিধিরা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!