এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > ক্রমশ ‘বিদ্রোহী’ হয়ে ওঠা হেভিওয়েট বিধায়ক কি আসবেন? তৃণমূলের অন্দরে লাখ টাকার প্রশ্ন এখন এটাই

ক্রমশ ‘বিদ্রোহী’ হয়ে ওঠা হেভিওয়েট বিধায়ক কি আসবেন? তৃণমূলের অন্দরে লাখ টাকার প্রশ্ন এখন এটাই


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দলের গোষ্ঠীদ্বন্দ্ব বন্ধ করতে রবিবার জেলার সকল বিধায়ককে নিয়ে বৈঠক ডেকেছেন কোচবিহার জেলা তৃণমূলের চেয়ারম্যান বিনয়কৃষ্ণ বর্মন। কিন্তু সেই বৈঠকে তৃণমূল বিধায়ক মিহির গোস্বামী অনুপস্থিত থাকবেন বলে খবর পাওয়া গিয়েছিল। কিন্তু চেয়ারম্যান বিনয়কৃষ্ণ বর্মন জানিয়ে দিয়েছেন যে, মিহির গোস্বামী এই বৈঠকে আসবেন। স্বাভাবিকভাবেই এখন মিহির গোস্বামীর উপস্থিতি নিয়ে চর্চা শুরু হয়েছে জেলা তৃণমূলের অন্দরমহলে। বস্তুত, কোচবিহার জেলার গোষ্ঠী কোন্দল বন্ধ করতে নতুন কমিটি গঠন করা হলেও, তার বিরুদ্ধে মন্তব্য করতে দেখা যায় কোচবিহার দক্ষিণের তৃণমূল বিধায়ক মিহির গোস্বামীকে।

শুধু তাই নয়, দলের গঠনতন্ত্রের সমালোচনা করে কিছুদিন আগে নিজের কার্যালয় থেকে তৃণমূলের প্রতীক এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সরিয়ে দেন তিনি। যার ফলে সেই মিহিরবাবুর সঙ্গে দলের দূরত্ব বাড়ছে বলে বিস্তর গুঞ্জন তৈরি হয়। জেলা সভাপতি মান ভাঙানোর চেষ্টা করলেও, তাতে কাজের কাজ কিছুই হয়নি। অবশেষে বিধানসভা নির্বাচনের আগে জেলার ঐক্যবদ্ধ তুলে ধরতে বিনয়কৃষ্ণ বর্মন চেয়ারম্যান হিসেবে একটি বৈঠক ডাকেন। কিন্তু সেই বৈঠকেও মিহির গোস্বামী অনুপস্থিত থাকবেন বলে শোনা যায়।

যার ফলে অনেকেই দাবি করেন, যে সমস্যা সমাধানের জন্য এই বৈঠক ডাকা হয়েছিল, যদি মিহিরবাবু সেখানে অনুপস্থিত থাকেন, তাহলে সমস্যা সমস্যাতেই রয়ে যাবে। স্বভাবতই কোচবিহার দক্ষিণের তৃণমূল বিধায়ক এই বৈঠকে উপস্থিত থাকবেন কিনা, তা নিয়ে বিস্তর জল্পনা শুরু হয়েছিল। আর এই পরিস্থিতিতে মিহির গোস্বামী এই বৈঠকে উপস্থিত থাকবেন বলে জানিয়ে দিলেন কোচবিহার জেলা তৃণমূলের চেয়ারম্যান বিনয়কৃষ্ণ বর্মন। এদিন তিনি বলেন, “দলের নেতৃত্বের নির্দেশ মেনে এই বৈঠক ডাকা হয়েছে। বিধায়কদের সবাইকে ডাকা হয়েছে। জেলা সভাপতি থাকবেন। মিহিরদার সঙ্গে কথা হয়েছে। উনি ছোট ভাইয়ের বাড়িতে আসবেন।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে বিনয়কৃষ্ণ বর্মন এই কথা বললেও, শেষ পর্যন্ত মিহির গোস্বামী এই বৈঠকে উপস্থিত হন কিনা, তা অবশ্যই দেখার বিষয় রাজনৈতিক মহলের কাছে।একাংশ বলছেন, সামনেই 2021 এর বিধানসভা নির্বাচন। তার আগে তৃণমূল এখন ঘর সাজাতে ব্যস্ত হয়ে পড়েছে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে যদি নিজেদের দলের জনপ্রতিনিধিরা বিদ্রোহ ঘোষণা করেন, তাহলে দল ক্রমশ অস্বস্তিতে পড়ে যাবে। কিছুদিন আগেই জেলা কমিটি ঘোষণা হওয়ার পর সমস্ত পদ থেকে সরে যাওয়ার কথা জানিয়ে দেন মিহির গোস্বামী।

স্বাভাবিকভাবেই তার দলবদল নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। আর এমত পরিস্থিতিতে যদি মিহিরবাবুর মত দীর্ঘদিনের তৃণমূল নেতা দলবদল করেন, তাহলে যে তৃণমূল অনেকটাই চাপে পড়বে, তা কার্যত নিশ্চিত হয়ে গিয়েছিল রাজনৈতিক মহলের কাছে। তাই বিদ্রোহী নেতার মান ভাঙানোর জন্য এবার জেলার সমস্ত স্তরের জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠকের ডাক দিলেন বিনয়কৃষ্ণ বর্মন।

তবে প্রথম দিকে সেই বৈঠকে মিহির গোস্বামী অনুপস্থিত থাকবেন বলে শোনা গেলেও, শেষ পর্যন্ত জেলা তৃণমূলের চেয়ারম্যান জানিয়ে দিলেন যে, মিহিরবাবু এই বৈঠকে আসবেন। এখন মিহির গোস্বামী এই বৈঠকে উপস্থিত হন কিনা, আর যদিও বা তিনি উপস্থিত হন, তাহলে তার মান ভাঙাতে জেলা তৃণমূল নেতৃত্ব কি পদক্ষেপ গ্রহণ করে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!