এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > পিকের টীমকে মানতে পারছেন না খোদ তৃণমূল বিধায়করাই? বাড়ছে ক্ষোভ, অস্বস্তি তীব্র শাসকদলে

পিকের টীমকে মানতে পারছেন না খোদ তৃণমূল বিধায়করাই? বাড়ছে ক্ষোভ, অস্বস্তি তীব্র শাসকদলে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট রাজ্যজুড়ে তৃণমূল শিবিরের নিয়মিত গোষ্ঠীদ্বন্দ্বের খবর বর্তমানে সংবাদ শিরোনামে। এবং এই গোষ্ঠীদ্বন্দ্ব বর্তমানে দলীয় সুপ্রীমোর অন্যতম মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মনে করা হচ্ছে। তবে যত দিন যাচ্ছে, উত্তরবঙ্গের দলীয় কোন্দল ততই জটিল হচ্ছে বলে মত বিশেষজ্ঞদের। 2019 এর লোকসভা নির্বাচনের পর থেকেই উত্তরবঙ্গ জুড়ে তৃণমূল প্রায় নিশ্চিহ্ন হয়ে যায়। সে জায়গায় ঘাঁটি গাড়ে গেরুয়া শিবির। এই অবস্থায় যখন তৃণমূল নেত্রী প্রশান্ত কিশোরের সহায়তায় উত্তরবঙ্গ ফেরত নেওয়ার দিকে মনোযোগ দিয়েছেন, ঠিক সে সময় উত্তরবঙ্গের বিক্ষুব্ধ বিধায়কের মতামত যথেষ্ট বেকায়দায় ফেলেছে দলকে বলে মনে করা হচ্ছে।

দিন কয়েক আগেই কোচবিহার দক্ষিণ কেন্দ্রের বর্ষীয়ান তৃণমূল বিধায়ক মিহির গোস্বামী দলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছিলেন। একইসাথে প্রশান্ত কিশোরের কার্যলিপি নিয়েও আক্রমণ চালান তিনি। আর এবার নিজের দলীয় কার্যালয় থেকে দলের পতাকা সরিয়ে একপ্রকার বিদ্রোহ ঘোষণা করলেন তৃণমূল বিধায়ক মিহির গোস্বামী। প্রসঙ্গত, তৃণমূলের প্রায় জন্মলগ্ন থেকেই দলে রয়েছেন এই বিধায়ক। সম্প্রতি তিনি জেলা কমিটি তৈরি নিয়ে সরব হন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাঁর মতে, বিধায়কদের মতামত ছাড়াই তৃণমূলের জেলা কমিটি তৈরি হয়েছে। এ প্রসঙ্গে তিনি দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর কাছেও অভিযোগ জানান বলে জানা গেছে, তবে তাতে কোন কাজ হয়নি বলে তিনি জানিয়েছেন। পাশাপাশি দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে তিনি সম্প্রতি অবসর নেওয়ার কথাও বলেছিলেন। সম্প্রতি কোচবিহারের বিধায়ক কিছুদিন কলকাতায় এসে আবার ফিরে গেছেন নিজের জায়গায়। এবং ফিরে গিয়েই তিনি দলের সাথে সাথে প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাকের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিয়েছেন। তাঁর মতে কোন রাজনৈতিক দল কন্ট্রাক্ট সংস্থার সাহায্যে চলতে পারেনা।

তাতে দলের সংগঠনের ক্ষতি হবে। আর মিহির গোস্বামীর এই কথাটির সূত্র ধরেই শুরু হয়েছে তৃণমূল শিবিরে চাঞ্চল্য। কারণ মিহির গোস্বামী প্রকারান্তরে দলের নেত্রী মমতা ব্যানার্জির সিদ্ধান্তের দিকে অভিযোগের আঙুল তুললেন বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, তৃণমূল নেত্রী 2019 লোকসভা নির্বাচনে কোণঠাসা অবস্থায় প্রশান্ত কিশোরের শরণাপন্ন হন। অবশ্য মিহির গোস্বামীর কথায় এখনো পর্যন্ত কোন প্রতিক্রিয়া জানায়নি তৃণমূল শিবিরের অন্যান্যরা। তবে তৃণমূল বিধায়কের এই বিক্ষোভ দলকে একুশের বিধানসভা নির্বাচনে বিপদে ফেলতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!