বিক্ষুব্ধ কৃষকদের প্রতি বিশেষ নির্দেশ পুলিশ ও প্রশাসনের, নেওয়া হতে পারে চরম পদক্ষেপ জাতীয় বিশেষ খবর January 29, 2021 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কেন্দ্রের নয়া কৃষি আইনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চলছে কৃষকদের আন্দোলন। গাজীপুর সীমানায় দীর্ঘদিন ধরে অবস্থান-বিক্ষোভ দেখাচ্ছেন কৃষক নেতা রাকেশ টিকাইতের নেতৃত্বে কৃষকেরা। সম্প্রতি তাদের অবস্থান বিক্ষোভ তুলে নেওয়ার নির্দেশ দেয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। কিন্তু, এরপরেও অবস্থান-বিক্ষোভ জারি রেখেছেন কৃষকেরা। এই পরিস্থিতিতে ইউপি গেট ছেড়ে চলে যাবার জন্য প্রশাসনের পক্ষ থেকে কড়া নির্দেশ দেয়া হয়েছে বিক্ষুব্ধ কৃষকদের। কিন্তু প্রশাসনের নির্দেশ পাওয়ার পর দিল্লি মিরাট এক্সপ্রেসওয়েতে এখনো পর্যন্ত অবস্থান বিক্ষোভ দেখাচ্ছেন বিক্ষুব্ধ কৃষকেরা। রাস্তা অবরোধ হাওয়ায় প্রবল সমস্যার সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে গাজীপুরে পুলিশ ও নিরাপত্তা রক্ষীর সংখ্যা বাড়ানো হচ্ছে। কেন্দ্রীয় সরকার কিছু দিন পর্যন্ত গাজীপুর সীমানায় পুলিশকে প্রস্তুতি নেবার সময় দিয়েছে। কিছুদিন সময় দিয়েছে বিক্ষোভকারীদের। তার মধ্যে বিক্ষোভ না তুললে নেওয়া হতে পারে চরম পদক্ষেপ। এর সঙ্গেই রাফ বাহিনীকে আগামী ৪ ঠা ফেব্রুয়ারি পর্যন্ত সময় দেওয়া হয়েছে। তার মধ্যে অবস্থান-বিক্ষোভ না উঠলে ব্যবস্থা নিতে পারেন তাঁরা। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - গতকাল গাজিয়াবাদের জেলাশাসক অজয় শংকর পান্ডে ও সিনিয়র পুলিশ সুপারিনটেন্ডেন্ট কলানিধি নৈথানি গাজীপুর সীমানায় এসেছিলেন। বহু পুলিশ ও নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে এখানে। আবার যেন তান্ডব না বাঁধতে পারে তার জন্য বিশেষ প্রস্তুতি নয়া হচ্ছে। দিল্লি-মিরাট এক্সপ্রেস ওয়ের দুদিক থেকে ব্যারিকেড করে রাখা হয়েছে। এ কারণেই যানচলাচল বন্ধ হয়ে ব্যাপক সমস্যার সৃষ্টি হয়েছে। আন্দোলনকারী কৃষকরা জানিয়েছেন যে, কৃষকদের প্রতিবাদ করার অধিকার আছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের উঠে যাবার কোনো নির্দেশ দেওয়া হয়নি। এ কারণে তাঁরা ইউপি গেট খালি করবেন না। কৃষক নেতা রাকেশ টিকাইত জানিয়েছেন যে, লালকেল্লা কাণ্ডের মাধ্যমে কৃষকদের বদনামের চক্রান্ত করা হচ্ছে। তাঁরা কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনার জন্য তৈরি আছেন। তবে তাঁদের আন্দোলন জারি থাকবে বলে জানিয়েছেন তিনি। এদিকে আজ দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া গাজীপুর সীমানায় যাবেন। আন্দোলনরত কৃষকদের জন্য জল ও অন্যান্য দ্রব্য দিতে চলেছেন তিনি। তাঁর সঙ্গে সেখানে যাচ্ছেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন ও আপ নেতা রাঘব চাড্ডা। অন্যদিকে, লালকেল্লা তান্ডবে খালিস্থানি চক্রান্তের অভিযোগ পাওয়া গেছে। এর সঙ্গে খালিস্থানির যোগসাজস, ষড়যন্ত্র ও উস্কানির কথা গোয়েন্দারদের সামনে এসেছে। আপনার মতামত জানান -