এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > বিকল্প শক্তি হিসেবে উঠে আসার মরিয়া চেষ্টা, তৃণমূল- বিজেপিকে “জোকার” বলে কটাক্ষ এই নেতার!

বিকল্প শক্তি হিসেবে উঠে আসার মরিয়া চেষ্টা, তৃণমূল- বিজেপিকে “জোকার” বলে কটাক্ষ এই নেতার!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – লড়াই কার্যত জমে উঠেছে। এবারের বিধানসভা নির্বাচনে প্রধান লড়াই যে হতে চলেছে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে তা বলাই যায়। আর এই পরিস্থিতিতে তৃতীয় শক্তি হিসেবে দুই দলকে কুপোকাত করতে রীতিমত তৎপর সংযুক্ত মোর্চা।

এবারে তৃণমূল এবং বিজেপিকে আটকাতে বাম কংগ্রেস এবং আইএসএফ মিলে জোট করে সংযুক্ত মোর্চা গঠন করেছে। তবে জোট বদ্ধ হলেও তারা কতটা তৃণমূল এবং বিজেপিকে আটকাতে পারবে, তা যথেষ্ট সংশয়ের বিষয়। আর এই পরিস্থিতিতে তৃণমূল এবং বিজেপির মধ্যে লড়াই যখন তুঙ্গে, ঠিক তখনই দুই দলকে জোকার বলে কটাক্ষ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।

সূত্রের খবর, এদিন এই প্রসঙ্গে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের রাজ্য সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেন, “তৃণমূল এবং বিজেপির মধ্যে জোকারদের লড়াই হচ্ছে। এখানে কোনো রাজনীতি নেই‌। দুই দিকে দুই জোকার। আর সেই জোকারদের লড়াই চলছে বাংলায়। তাই বাংলার মানুষ তৃণমূল এবং বিজেপিকে প্রত্যাখ্যান করার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অর্থাৎ অধীর রঞ্জন চৌধুরী এই কথা বলে নিজেদেরকে বিকল্প শক্তি হিসেবে তুলে ধরার চেষ্টা করলেন। কেননা এবারের নির্বাচনেও দুই দলের মধ্যেই যদি প্রধান লড়াই হয়, তাহলে বাম-কংগ্রেস অনেকটাই পিছনের সারিতে চলে যাবে। তাই এখন থেকেই এই দুই দলকে আক্রমণ করে মানুষের মনে জায়গা করে নেওয়ার জন্য অধীর রঞ্জন চৌধুরী এই ধরনের বক্তব্য রাখলেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

পর্যবেক্ষকদের মতে, গত লোকসভা নির্বাচনে তৃণমূল এবং বিজেপির মধ্যে প্রধান লড়াই হয়েছে। সেদিক থেকে বামেরা কোনো আসন পায়নি। কিন্তু কংগ্রেস দুটি আসন পেয়ে কোনো রকমে মুখ রক্ষা করেছে। তাই এই পরিস্থিতিতে দিনকে দিন যখন বিজেপির শক্তি যখন রাজ্যে বৃদ্ধি হয়েছে, তখন আরও অস্বস্তিতে পড়ে গিয়েছে বাম-কংগ্রেস।

তবে এবারের নির্বাচনে তৃণমূল এবং বিজেপি দুই দলকে চাপে ফেলতে তারা জোট বদ্ধ হয়ে লড়াই করছে। তবে শেষ পর্যন্ত তারা কতটা সাফল্য আনতে পারবে, তা নিয়ে চর্চা ক্রমশ ঊর্ধ্বমুখী। আর এই পরিস্থিতিতে সেই দুই দলকেই “জোকার” বলে কটাক্ষ করলেন অধীর রঞ্জন চৌধুরী।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!