এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিলাসবহুল বাড়ি তৃণমূল কাউন্সিলরের, দুর্নীতির গন্ধে কটাক্ষ বিরোধীদের!

বিলাসবহুল বাড়ি তৃণমূল কাউন্সিলরের, দুর্নীতির গন্ধে কটাক্ষ বিরোধীদের!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-গোটা রাজ্য জুড়ে তৃণমূলের উপপ্রধান থেকে শুরু করে পৌরসভার কাউন্সিলর, বেশ কিছু নিচুতলার জনপ্রতিনিধিদের বিলাসবহুল বাড়ি দেখলে চোখ কপালে উঠে যাবে। বর্তমানে রাজ্যের একের পর এক জেলায় এইরকম দুই এক জন তৃণমূল নেতাদের ছবি সামনে আসছে। যা দেখে কটাক্ষ করতে শুরু করেছে বিরোধীরা। আর এবার এক তৃণমূল কাউন্সিলরের বাড়ি দেখে রীতিমতো মাথায় হাত বিশেষজ্ঞদের। যেখানে এক বিঘা জমির উপর 10 কাঠা জায়গা জুড়ে একটি বিলাসবহুল বাড়ি করেছেন বাদুড়িয়া পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুধাংশু মন্ডল। আর সেই বাড়ি নিয়েই এখন সরব বিরোধীরা।

 

সূত্রের খবর, বাদুড়িয়ার 7 নম্বর ওয়ার্ড তৃণমূল কাউন্সিলর সুধাংশু মন্ডল এখন চর্চায় রয়েছেন। হঠাৎ এত বড় বাড়ি তিনি কি করে করলেন, তা নিয়ে নানা মহলে তৈরি হয়েছে প্রশ্ন। যদিও বা সুধাংশবাবুর দাবি, তাদের পরিবারের অবস্থা বরাবরই ভালো। পুরোনো বাড়ি ভেঙে দিয়ে তাই তিনি নতুন বাড়ি করেছেন। একাংশের প্রশ্ন, এত সহজে কি এই কথা মেনে নেওয়া সম্ভব! তাদের পরিবারের অবস্থা যখন ভালোই হবে, তখন তিনি আগে থেকে কেন এই বাড়ি করেননি! কেন তৃণমূলের কাউন্সিলর হওয়ার পর তার এত বিলাসবহুল শখ সামনে এলো?

তাহলে কি সবটাই কাটমানির অনুপ্রেরণা! ইতিমধ্যেই এই ব্যাপারে সরব হয়েছে সিপিএম। এদিন এই প্রসঙ্গে সিপিএম নেতা অনিমেষ মুখোপাধ্যায়। এদিন তিনি বলেন, “সত্যি, মিথ্যা বলতে পারব না। তবে সামান্য ওষুধের দোকান থেকে মুরগির ব্যবসা করে হঠাৎ বিশাল অট্টালিকা বানিয়েছেন উনি।” অন্যদিকে কাটমানি ছাড়া এই কাজ করা কোনোমতেই সম্ভব নয় বলে দাবি করেছেন বিজেপি নেতা বিশ্বজিৎ পাল। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!