এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > করোনা সঙ্কটে ভারতবাসীকে সুরক্ষিত রাখতে নরেন্দ্র মোদির ভূমিকার প্রশংসায় পঞ্চমুখ স্বয়ং বিল গেটস

করোনা সঙ্কটে ভারতবাসীকে সুরক্ষিত রাখতে নরেন্দ্র মোদির ভূমিকার প্রশংসায় পঞ্চমুখ স্বয়ং বিল গেটস


নভেল করোনা ভাইরাস সারা বিশ্বের বিভিন্ন দেশে মারাত্মক আকারে ছড়িয়ে পড়েছে ইতিমধ্যেই। বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে ভারতও অন্যতম করোনা আক্রান্ত দেশ বলে ইতিমধ্যে পরিচিতি পেয়েছে। করোনার ভয়াবহ প্রভাব বিস্তারের ফলে যেভাবে বিশ্বের বিভিন্ন দেশ মৃত্যুপুরীতে পরিণত হয়েছে, সেই অবস্থায় আসার আগেই ভারতে চূড়ান্ত সর্তকতা জারি হয়। এই সতর্কতার প্রথম ধাপ হিসেবে দেশজুড়ে লকডাউনের সিদ্ধান্ত গ্রহণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

যদিও লকডাউনের এর মধ্যেও সংক্রমণ ছড়িয়েছে, কিন্তু বাড়াবাড়ি পর্যায়ে যেতে পারেনি করোনা পরিস্থিতি। এই মুহূর্তে করোনা ভাইরাসের সংকটকালে দেশকে যেভাবে প্রধানমন্ত্রী মোদী নেতৃত্ব দিচ্ছেন, সেদিকে লক্ষ্য রেখে সারা পৃথিবী মোদির প্রশংসা করছেন। এই মর্মে একটি টুইট করেন বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই টুইতে তিনি লিখেছেন, ‘সত্যের কোনও প্রমাণ দরকার হয় না।’ তিনি আরো লেখেন ‘এই সংকটের সময়ে যে ভাবে প্রধানমন্ত্রী পরিস্থিতি সামাল দিচ্ছেন তার প্রশংসা করছে সারা পৃথিবী। মোদীর নেতৃত্বে প্রত্যেক ভারতীয় নিজেকে নিরাপদ মনে করছেন।’

উল্লেখ্য, গতকাল মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসও প্রধানমন্ত্রী মোদীর ভূয়সী প্রশংসা করে একটি চিঠি লেখেন বলে জানা গেছে। সেই চিঠিতে বিল লেখেন, ‘আপনার নেতৃত্ব প্রশংসাযোগ্য। আপনি এবং আপনার সরকার ভারতে করোনাভাইরাস সংক্রমণের হার কমাতে যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করেছে, তা এক কথায় প্রশংসনীয়। যেমন দেশব্যাপী লকডাউন ঘোষণা করা, কোয়ারেন্টাইন, আইসোলেশন এবং সংক্রমণ প্রতিহত করার জন্য হটস্পটগুলিকে চিহ্নিত করা, নমুনা পরীক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে জরুরি রেসপন্স প্যাকেজ ইত্যাদি।’

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কেন্দ্রীয় সরকার সম্প্রতি করোনাসংক্রান্ত তথ্যের জন্য একটি অ্যাপ চালু করে, যার নাম হচ্ছে আরোগ্য সেতু মোবাইল অ্যাপ। এদিন বিল গেটস এই অ্যাপেরও ভূয়সী প্রশংসা করেন বলে জানা গেছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এই পরিস্থিতিতে ডিজিটাল ব্যবস্থাকে যে ভাবে সক্রিয় করেছেন প্রধানমন্ত্রী তাও তারিফযোগ্য।’ ভারতে যেভাবে করোনা আক্রান্তকালে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে প্রধানমন্ত্রী মোদী অবস্থা আয়ত্তে আনার চেষ্টা করছেন, তা দেখে সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানও প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেছিলেন বলে দেখা গেছে।

অন্যদিকে বিশেষজ্ঞদের একাংশের মতে, প্রধানমন্ত্রী যেভাবে এদেশে করোনার সূত্রকালে তড়িঘড়ি পরিস্থিতি আয়ত্তে আনতে লকডাউনের সূচনা করেছেন, তাতে অন্যান্য দেশের তুলনায় অনেক কম করোনা সংক্রমণ ছড়িয়েছে এদেশে। এ প্রসঙ্গে উল্লেখ করা যায় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া সম্প্রতি করোনার পরিসংখ্যানের। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী লকডাউন এর আগে যেখানে সংক্রামিতর সংখ্যা সারা দেশে 3.4 দিনে দ্বিগুণ হচ্ছিল এখন সেটা 7.5 দিনে দ্বিগুণ হচ্ছে।

বোঝাই যাচ্ছে, এই মুহূর্তে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ভারতের পরিস্থিতি কিছুটা আয়ত্তাধীন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির। করোনা সংকটকালে প্রধানমন্ত্রীর মানবিক আবেদনও উল্লেখযোগ্যভাবে প্রশংসনীয় বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। ইতিমধ্যেই তিনি সারাদেশের দিন আনা দিন খাওয়া মানুষগুলোর দিকে তাকিয়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন, যাতে কেউ অনাহারে না থাকেন। প্রধানমন্ত্রীর এই উদ্যোগ যথেষ্ট প্রশংসিত হয়েছে সমস্ত মহলে বলে জানা গেছে। তবে এই মুহূর্তে কেন্দ্রীয় সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারতকে সম্পূর্ণরূপে করোনা মুক্ত করার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!