এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > পঞ্চায়েতের মাঝেই নিজেকে প্রাসঙ্গিক করতে আজ পাহাড়ে ‘কালা দিবসের’ ডাক গুরুঙ্গের

পঞ্চায়েতের মাঝেই নিজেকে প্রাসঙ্গিক করতে আজ পাহাড়ে ‘কালা দিবসের’ ডাক গুরুঙ্গের

পাহাড়ের রাজনীতি থেকে প্রায় মুছে যেতে বসা একটা নাম বিমল গুরুং। একদা পাহাড় রাজনীতির সর্বেসর্বা রাজনীতির প্যাঁচে পরে আপাতত নিজভূমেই পরবাসী। বিশেষ করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দু-দুটি মাস্টারস্ট্রোকের পর তিনি বেশ কিছুটা ব্যাকফুটে। প্রথমত, গোর্খা জনমুক্তি মোর্চার ক্ষমতা আপাতত বিমল গুরুঙ্গের হাত থেকে নিয়ে তা গেছে মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ বিনয়-অনিতের হাতে। দ্বিতীয়ত, এতদিন বিমল গুরুঙ্গের ‘রক্ষাকর্তা’ সিকিমের মুখ্যমন্ত্রীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন করে বন্ধুত্ত্ব।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

সব মিলিয়ে প্রায় হারিয়ে যেতে বসা বিমল গুরুং নতুন করে ভেসে উঠতে, পঞ্চায়েতের নির্বাচনের এই উত্তপ্ত সময়কেই বেছে নিলেন। এমনিতেই আজ আসন্ন পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন, যা নিয়ে উত্তাল হতে পারে গোটা বাংলা। আর তার মাঝেই পাহাড়ের রাজনীতিকে উত্তপ্ত করতে আজ ‘কালা দিবস’ পালনের ডাক দিলেন বিমল গুরুং। এক প্রেস বার্তায় তিনি জানিয়েছেন, পাহাড়জুড়ে পৃথক রাজ্যের ডাক দিয়ে যে আন্দোলন চলছে এবং আন্দোলন চলাকালে পাহাড়বাসী যে ত্যাগ স্বীকার করেছেন তা কখনওই বৃথা যাবে না। গোর্খাল্যান্ডের স্বপ্নপূরণ হবেই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!